হোম > সারা দেশ > ঢাকা

দুর্গাপূজায় নৌ-পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে: শফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন দুর্গাপূজা-২০২৩ নির্বিঘ্নে উদ্‌যাপনে নৌ-পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন নৌ-পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম। 

আজ মঙ্গলবার দুপুরে নৌ-পুলিশের হেডকোয়ার্টারে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আসন্ন দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি, মুন্সিগঞ্জ পূজা উদ্‌যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক, মুন্সিগঞ্জ জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক, পূজা কমিটি (ঢাকা) সাধারণ সম্পাদক, সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান, সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক, গুলশান-বনানী পূজা ফাউন্ডেশনের সভাপতি, উত্তরা সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক, সিকিউরিটি সেক্রেটারিসহ নৌ-পুলিশের সকল পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সরাসরি এবং ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। 

সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৩ উদ্‌যাপন উপলক্ষে নিজ নিজ এলাকার পূজা পূর্ববর্তী, পূজাকালীন এবং প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তা সংক্রান্তে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং গত বছরের শারদীয় দুর্গা পূজায় বিশেষত প্রতিমা বিসর্জনে নৌ-পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। 

নৌ-পুলিশ প্রধান উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। শারদীয় দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং বাঙালি জাতির একটি ঐতিহ্যবাহী উৎসব।’ 

তিনি বলেন, ‘নৌ-পুলিশ দ্বিতীয়বারের মতো এবারের পূজায়ও নৌ অধিক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পূজায় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করেন।’ 

তিনি আরও বলেন, ‘দশমীর প্রতিমা বিসর্জন সাধারণত নদীতে হয় আর দেশব্যাপী সকল নদী নৌ-পুলিশের অধিক্ষেত্র হওয়ায় নৌ-পুলিশ প্রতিমা বিসর্জনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বিসর্জনের সময় দেশের ১৭৪টি গুরুত্বপূর্ণ ঘাটসমূহে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা, অতিরিক্ত লোকজন নিয়ে নৌকায় না ওঠা প্রভৃতি বিষয়ে বিশেষ ব্যবস্থা রাখতে হবে।’ 

তিনি বলেন, ‘দেশের সকল গুরুত্বপূর্ণ নৌ-ঘাট সমূহে নৌ-পুলিশের কন্ট্রোল রুম স্থাপন করা হবে। বাংলাদেশের প্রতিটি জায়গায় জেলা পুলিশ, স্থানীয় প্রশাসন ও নৌ পুলিশ সমন্বিতভাবে নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্ব পালন করবে।’ 

তিনি একটি সুন্দর ও নিরাপদ পূজা উদ্‌যাপনে উপস্থিত নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতা কামনা করেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন