টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ভাইস চেয়ারম্যান আকতার হুসাইন (৭৫) আর নেই। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আকতার হুসাইনের পারিবার সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে আকতার হুসাইনের মৃত্যু হয়েছে। তিনি এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আকতার হুসাইন টিভিএস অটো বাংলাদেশ, র্যাংগস ইলেকট্রনিক্স, ফার্মাসিয়া ফার্মাসিউটিক্যাল লিমিটেডসহ অনেক স্বনামধন্য কোম্পানির প্রতিষ্ঠাতা ও সফল পরিচালক ছিলেন।
জানা গেছে, আকতার হুসাইনের জানাজা আজ শুক্রবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজার পর তাঁর মরদেহ বরিশালে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।