হোম > সারা দেশ > ঢাকা

পি কে হালদারের ২ সহযোগীকে আত্মসমর্পণের নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পি কে হালদারের সহযোগী ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের তৎকালীন পরিচালক বাসুদেব ব্যানার্জী এবং তাঁর স্ত্রী পাপিয়া ব্যানার্জীকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। 

আজ বৃহস্পতিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। তাঁদের আগামী ৪ জুনের মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। 

এর আগে পৃথক ১৫ মামলায় ৯ মে তাঁদের শর্তসাপেক্ষে আগাম জামিন দেন হাইকোর্ট। পরে আগাম জামিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আপিল বিভাগে পৃথক আবেদন করে। তাতে ১৩ মে আপিল বিভাগের চেম্বার আদালত তাঁদের আগাম জামিন স্থগিত করে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। 

তবে চেম্বার আদালতের দেওয়া আদেশ প্রত্যাহার ও সংশোধন চেয়ে বাসুদেব এবং পাপিয়া পৃথক আবেদন করেন। চেম্বার আদালত হয়ে যা আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে। বাসুদেব ও পাপিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। 

অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারকে গত বছরের ৮ অক্টোবর ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁর ১৩ সহযোগীকে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে ভারতের কারাগারে আটক রয়েছেন তিনি।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ