হোম > সারা দেশ > ঢাকা

পি কে হালদারের ২ সহযোগীকে আত্মসমর্পণের নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পি কে হালদারের সহযোগী ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের তৎকালীন পরিচালক বাসুদেব ব্যানার্জী এবং তাঁর স্ত্রী পাপিয়া ব্যানার্জীকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। 

আজ বৃহস্পতিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। তাঁদের আগামী ৪ জুনের মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। 

এর আগে পৃথক ১৫ মামলায় ৯ মে তাঁদের শর্তসাপেক্ষে আগাম জামিন দেন হাইকোর্ট। পরে আগাম জামিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আপিল বিভাগে পৃথক আবেদন করে। তাতে ১৩ মে আপিল বিভাগের চেম্বার আদালত তাঁদের আগাম জামিন স্থগিত করে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। 

তবে চেম্বার আদালতের দেওয়া আদেশ প্রত্যাহার ও সংশোধন চেয়ে বাসুদেব এবং পাপিয়া পৃথক আবেদন করেন। চেম্বার আদালত হয়ে যা আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে। বাসুদেব ও পাপিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। 

অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারকে গত বছরের ৮ অক্টোবর ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁর ১৩ সহযোগীকে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে ভারতের কারাগারে আটক রয়েছেন তিনি।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট