হোম > সারা দেশ > ঢাকা

পি কে হালদারের ২ সহযোগীকে আত্মসমর্পণের নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পি কে হালদারের সহযোগী ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের তৎকালীন পরিচালক বাসুদেব ব্যানার্জী এবং তাঁর স্ত্রী পাপিয়া ব্যানার্জীকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। 

আজ বৃহস্পতিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। তাঁদের আগামী ৪ জুনের মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। 

এর আগে পৃথক ১৫ মামলায় ৯ মে তাঁদের শর্তসাপেক্ষে আগাম জামিন দেন হাইকোর্ট। পরে আগাম জামিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আপিল বিভাগে পৃথক আবেদন করে। তাতে ১৩ মে আপিল বিভাগের চেম্বার আদালত তাঁদের আগাম জামিন স্থগিত করে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। 

তবে চেম্বার আদালতের দেওয়া আদেশ প্রত্যাহার ও সংশোধন চেয়ে বাসুদেব এবং পাপিয়া পৃথক আবেদন করেন। চেম্বার আদালত হয়ে যা আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে। বাসুদেব ও পাপিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। 

অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারকে গত বছরের ৮ অক্টোবর ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁর ১৩ সহযোগীকে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে ভারতের কারাগারে আটক রয়েছেন তিনি।

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ