ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় যুব কাউন্সিলের সাবেক সভাপতি মাসুদ আলম ও তাঁর স্ত্রী আয়েশা সিদ্দিকার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন এই নির্দেশ দেন বলে জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনে বলেন, মাসুদ আলম সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেলের ঘনিষ্ঠ সহযোগী। এই সুযোগ নিয়ে তিনি ও তাঁর স্ত্রী বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
আবেদনে বলা হয়, অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা যেকোনো সময় দেশত্যাগ করতে পারেন। এ কারণে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেওয়া একান্ত প্রয়োজন।