হোম > সারা দেশ > টাঙ্গাইল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অ্যাম্বুলেন্স-পিকআপ সংঘর্ষ, রোগীসহ নিহত ৫

প্রতিনিধি, ভূঞাপুর (টাঙ্গাইল)

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে অ্যাম্বুলেন্স ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারে তিন নারীসহ পাঁচ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অ্যাম্বুলেন্সের চালক ও হেলপারও রয়েছেন। এছাড়া সংঘর্ষে আহত হয়েছেন পিকআপের চালক, সহকারী, এক মাছ ব্যবসায়ীসহ আট জন ।

আজ শনিবার সকাল সাড়ে ৭টায় ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– চট্টগ্রাম জেলার ইপিজেড থানার মোর্শেদের স্ত্রী ক্যান্সার আক্রান্ত ফরিদা (৩৬), তাঁর মেয়ে মারিয়া (১৭), একই থানার ত্রিপোর্ট এলাকার ইলিয়াসের স্ত্রী বড় বোন ফেরদৌসি বেগম (৪০)। অ্যাম্বুলেন্স চালক সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চালা এলাকার আক্কাস আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৯) ও হেলপার সলঙ্গা উপজেলার রানীনগর এলাকার আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে জুয়েল (২৮)।

আহতরা হলেন– নিহত ক্যান্সার রোগীর ছোট মেয়ে মাহি (১০), ভাইয়ের ছেলে চট্টগ্রাম জেলার ইপিজেড থানার ত্রিপোর্ট এলাকার মাহবুব আলমের ছেলে মারুফ (১৬), পিকআপের চালক আল-আমিন (৩৫), নুর রহমান (৪৫), শেরপুর জেলার নকলা থানার রুহা বেপারী পাড়া এলাকার মারফত (২৮), গাজীপুর জেলার জয়দেবপুর থানার দিঘীর চালা সোবহান হক মার্কেট এলাকার আব্দুর রাজ্জাক মিঞার ছেলে কবির মিঞা (৪০), রায়হান মিঞা (২২) ও বাদশা মিঞা (২০) ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উপজেলার হাতিয়ায় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাছ বোঝাই একটি পিকআপের সঙ্গে উত্তরবঙ্গগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয় । এলেঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীদের সহায়তায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো দুই জনের মৃত্যু হয় ও এ ঘটনায় আট জন আহত হোন। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করা হবে ।

তিনি আরো জানান, আহত পিকআপের চালক-সহকারী ও মাছ ব্যবসায়ী আটজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি