হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে বিদ্যুতায়িত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের রাজারচর আজগর হাওলাদার কান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত বৃদ্ধের নাম তোতা হাওলাদার (৬০)। তিনি হাওলাদার কান্দি গ্রামের বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বৃষ্টি শুরু হলে বাড়ির কাজের জন্য আনা বালু ঢেকে রাখতে বাড়ির পাশে যান তোতা হাওলাদার। পাশেই একটি গ্যারেজে চার্জ দেওয়া হতো ইজিবাইক ও ভ্যান। কাজ করার এক ফাঁকে গ্যারেজের টিনের বেড়ার সঙ্গে স্পর্শ হলে বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। পরে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। 

নিহতের ভাতিজা মো. সুজন হাওলাদার বলেন, ‘কাকা বৃষ্টির সময় বালু ঢাকতে বাড়ির পাশে যায়। ওখানেই গ্যারেজের টিনের সঙ্গে আমরা তাকে মিশে থাকতে দেখি। প্রথমে ভেবেছিলাম স্ট্রোক করেছে। আমি তাকে ধরতেই আমিও বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়ি। পরে দ্রুত বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে কাকাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, খবরটি এখনো আমাদের কাছে আসেনি। তবে এখনই খোঁজ নিচ্ছি।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান