হোম > সারা দেশ > ঢাকা

ইলিশ ধরতে গিয়ে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জের পদ্মা নদীতে মা ইলিশ শিকারে করতে গিয়ে বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোর ৫টার দিকে উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাঝের চর এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনাটি ঘটে। ওই ঘটনায় একজন জেলে আহত হয়েছেন। 
 
নিহতরা হলেন, উপজেলার উত্তর তারাবনিয়া ইউনিয়নের রশিদ দেয়ান কান্দি গ্রামের কাশেম পাঠানের ছেলে মহিউদ্দিন (২৬), দেওয়ান কান্দি গ্রামের হাকিম দেওয়ানের ছেলে আল আমিন (৩৬) ও চাঁদপুর জেলার হাইমচর ইউনিয়নের চর ভৈরবের নয়ন আহমেদ (২৭)। আর আহত সাগর প্রধানিয়া (২৫) উত্তর তারাবনিয়া ইউনিয়নের মরন আলী ঢালী কান্দি গ্রামের আলী আহমেদ প্রধানিয়ার ছেলে। তাঁকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভেদরগঞ্জ উপজেলার মাঝের চরে পদ্মা নদীতে মা ইলিশ শিকারে যান জেলেরা। সেখানে আল আমীন, মহিউদ্দিন, নয়ন আহম্মেদ, সাগর প্রধানিয়াসহ সাত জেলে একটি নৌকায় মাছ শিকার করছিলেন। রোববার ভোর ৫টার দিকে হঠাৎ বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের ঘটনায় তিনজন ঘটনাস্থলে প্রাণ হারান। আর একজন আহত হন। নৌকায় থাকা বাকি তিনজন নদীতে ঝাঁপিয়ে রক্ষা পায়। 

উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস সরকার বলেন, বজ্রপাতে তিন জেলে নিহত ও একজন আহত হয়েছেন। নিহতদের পারিবারিকভাবে দাফন করা হয়েছে। আর আহত জেলেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা নদীতে ইলিশ শিকার গিয়েছেন। 

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আল নাসিফ আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারিয়েছে। ওই জেলেদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। আর আহত জেলের চিকিৎসা চলছে। আমরা পরিবারগুলোকে সহায়তা করার চেষ্টা করব। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট