হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ী জেলা কারাগারের কয়েদির হাসপাতালে মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলা কারাগারের কয়েদি শহিদুল বিশ্বাসের (৪৩) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের আবুল বিশ্বাসের ছেলে।

শহিদুল বিশ্বাসের ভাই রেজাউল বিশ্বাস বলেন, তাঁর বড় ভাই বালিয়াকান্দির বহরপুর বাজারে পাটের ব্যবসা করতেন। চেক ডিজ-অনার মামলায় তাঁর এক বছরের সাজা হয়। ২০২৩ সালের ১৯ মে থেকে তাঁর ভাই জেলা কারাগারে ছিলেন। আজ ভোরে কারা কর্তৃপক্ষ ফোন করে জানায় যে, তাঁর ভাই অসুস্থ। সকাল ৭টার দিকে তাঁরা কারাগারের গেটে গিয়ে জানতে পারেন, তাঁর ভাইয়ের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আবদুর রহিম আজকের পত্রিকাকে বলেন, একটি চেকের মামলায় শহিদুল বিশ্বাস আট মাস ধরে কারাগারে রয়েছেন। সকালে বুকে ব্যথা হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন বলেন, ভোর ৬টার দিকে শহিদুলকে রাজবাড়ী সদর হাসপাতালে আনা হয়। ভর্তি করা হয় ৬টা ১৫ মিনিটে। ৬টা ৪৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১