হোম > সারা দেশ > ঢাকা

গুলিতে উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা তাওহীদের পরিবার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে কোটাসংস্কার আন্দোলনে গুলিতে নিহত তাওহীদ সন্ন্যামাতের পরিবারের সদস্যদের কান্না থামছেই না। রাজমিস্ত্রির কাজ করে পরিবারকে আর্থিক সহযোগিতা করতেন তিনি। কিন্তু তাঁকে হারিয়ে সে পথটুকু বন্ধ হয়ে গেছে। সেজন্য সরকারিভাবে আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছে তাঁরা।

নিহত তাওহীদ (২১) মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুচিয়ারভাঙ্গা গ্রামের সালাউদ্দিন সন্ন্যামাতের ছেলে। সালাউদ্দিন সন্ন্যামাত কৃষিকাজ করেন। তাওহীদ রাজমিস্ত্রির কাজ করতেন। তাঁকে হারিয়ে পুরো পরিবারে এখনো চলছে শোকের মাতম।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের সঙ্গে মাদারীপুর সদর উপজেলার খাগদী এলাকায় যোগ দেয় তাওহীদ সন্ন্যামাত। এ সময় এলোপাতাড়ি গুলিতে তাওহীদ মারা যান। পরদিন ২০ জুলাই পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

নিহত তাওহীদের বাবা সালাউদ্দিন সন্ন্যামাত বলেন, ‘সরকারিভাবে আর্থিক সহযোগিতা না পেলে কোনোভাবেই বেঁচে থাকা সম্ভব নয়। ছোট সন্তান হলেও তার আয়ের টাকা দিয়ে পরিবারের খরচ জোগাড় করা হতো। তা ছাড়া তাওহীদ তার বড় ভাইয়ের পড়ালেখার খরচ দিতেন। তাওহীদের এই মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না।’

নিহত তাওহীদের মামা ইব্রাহীম খলিল বলেন, ‘তাওহীদ ছাত্র আন্দোলনে গিয়ে গুলিতে মারা গেছে। তাওহীদের নামে এলাকায় একটি স্মরণীয় স্থাপনা নির্মাণের দাবি জানাচ্ছি। যাতে আগামী প্রজন্ম তাওহীদের কথা মনে রাখতে পারে।’ পাশাপাশি মস্তফাপুর বাসস্ট্যান্ডের গোলচত্বরটি শহীদ তাওহীদের নামে রাখার দাবি জানানো হয়।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে