বোমা থাকার খবরে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি উড়োজাহাজে তল্লাশির পর সেখানে কিছু মেলেনি বলে জানিয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান। বুধবার দিবাগত রাত সোয়া ১টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাবের মাধ্যমে ইনফরমেশন পাই যে মালয়েশিয়ান ওই উড়োজাহাজে বোমাসদৃশ বস্তু থাকতে পারে। এই তথ্যের ভিত্তিতে এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করেছি। সবার পরামর্শে উড়োজাহাজটি একটি নিরাপদ জায়গায় রেখে তল্লাশি চালাই। পরে যাত্রী, উড়োজাহাজ ও লাগেজের কোথাও বোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, বিমানটি রাত সাড়ে ৯টায় ল্যান্ড করলেও নিরাপত্তা তল্লাশির কারণে রাত ১টার দিকে লাগেজ স্ক্যান করা শেষ হয়। পরে যাত্রীদের ছেড়ে দেওয়া হয়েছে। বিমানটি নিরাপদ হওয়ায় পরবর্তী ফ্লাইট পরিচালনার জন্য অনুমতি দেওয়া হয়েছে।
বোমার তথ্যসূত্র নিয়ে তিনি বলেন, মালয়েশিয়ান একটি নম্বর থেকে ফোন আসে। এটি মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি রেগুলার ফ্লাইট ছিল।
এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা আতঙ্কের কারণে সতর্কতা জারি করা হয়। বিমানবন্দর এলাকায় বোমা নিষ্ক্রিয়করণ দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা সতর্ক অবস্থান নেন।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন আজকের পত্রিকাকে জানান, মালয়েশিয়ান একটি বিমানের মধ্যে কিছু একটা হয়েছে। যার কারণে সবাই সতর্ক।