হোম > সারা দেশ > ঢাকা

চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ৩ দিন ধরে আমদানি-রপ্তানি বন্ধ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  

চাতলাপুর শুল্ক স্টেশন। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম তিন দিন ধরে বন্ধ রয়েছে। তাতে লোকসান গুনতে হচ্ছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানিয়েছেন, গত বুধবার থেকে ভারতের কৈলাশহরে ইসকন সদস্যরা চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেন। তাতে বন্ধ হয়ে যায় দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম। ফলে চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে কোনো মালবাহী গাড়ি চলাচল করতে পারেনি।

চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘গত বুধবার থেকে আজ শুক্রবার পর্যন্ত চাতলাপুর চেকপোস্ট দিয়ে সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। আমরা শুনেছি ভারতের কৈলাশহরে ইসকন সদস্যদের বাধায় ভারতের দিকে চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। তাতে বাংলাদেশ থেকে মালবাহী গাড়ি চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে ভারত থেকেও কোনো মালামাল আসছে না। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।’

জারা এন্টারপ্রাইজের সিঅ্যান্ডএফ সদস্য রুবেল আহমেদ বলেন, ‘আমার প্রায় ১ কোটি টাকার মাছ দুই দিন ধরে আটকে আছে। আমরা মাছের বরফ পরিবর্তন করে রাখছি। আমাদের গাড়ি ভারতে ঢুকলে ভেঙে ফেলার হুমকি দেওয়া হয়েছে।’

এ বিষয়ে চাতলাপুর এলসি স্টেশনের ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সোহেল রানা চৌধুরী বলেন, ‘আমরা অপ্রস্তুত ছিলাম। আমাদের প্রায় দেড়-দুই কোটি টাকার মালামাল আটকে আছে। ভারতে অনেক মাছসহ কাঁচা পণ্য পাঠানো হতো। কিন্তু হঠাৎ সব বন্ধ হয়ে যাওয়ায় আমরা ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছি।’

সিলেট কাস্টমস বিভাগের উপকমিশনার মমিনুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ প্রান্তে কোনো সমস্যা নেই। আশা করছি দ্রুত সময়ে এর সমাধান হবে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট