হোম > সারা দেশ > ঢাকা

চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ৩ দিন ধরে আমদানি-রপ্তানি বন্ধ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  

চাতলাপুর শুল্ক স্টেশন। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম তিন দিন ধরে বন্ধ রয়েছে। তাতে লোকসান গুনতে হচ্ছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানিয়েছেন, গত বুধবার থেকে ভারতের কৈলাশহরে ইসকন সদস্যরা চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেন। তাতে বন্ধ হয়ে যায় দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম। ফলে চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে কোনো মালবাহী গাড়ি চলাচল করতে পারেনি।

চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘গত বুধবার থেকে আজ শুক্রবার পর্যন্ত চাতলাপুর চেকপোস্ট দিয়ে সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। আমরা শুনেছি ভারতের কৈলাশহরে ইসকন সদস্যদের বাধায় ভারতের দিকে চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। তাতে বাংলাদেশ থেকে মালবাহী গাড়ি চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে ভারত থেকেও কোনো মালামাল আসছে না। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।’

জারা এন্টারপ্রাইজের সিঅ্যান্ডএফ সদস্য রুবেল আহমেদ বলেন, ‘আমার প্রায় ১ কোটি টাকার মাছ দুই দিন ধরে আটকে আছে। আমরা মাছের বরফ পরিবর্তন করে রাখছি। আমাদের গাড়ি ভারতে ঢুকলে ভেঙে ফেলার হুমকি দেওয়া হয়েছে।’

এ বিষয়ে চাতলাপুর এলসি স্টেশনের ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সোহেল রানা চৌধুরী বলেন, ‘আমরা অপ্রস্তুত ছিলাম। আমাদের প্রায় দেড়-দুই কোটি টাকার মালামাল আটকে আছে। ভারতে অনেক মাছসহ কাঁচা পণ্য পাঠানো হতো। কিন্তু হঠাৎ সব বন্ধ হয়ে যাওয়ায় আমরা ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছি।’

সিলেট কাস্টমস বিভাগের উপকমিশনার মমিনুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ প্রান্তে কোনো সমস্যা নেই। আশা করছি দ্রুত সময়ে এর সমাধান হবে।’

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে

কেরানীগঞ্জে সড়কে পৃথক দুর্ঘটনা, নিহত ২

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

ভিডিওটি শুটার ফয়সালের, এটা ঠিক, কিন্তু সে দুবাইয়ে নেই: ডিবিপ্রধান

চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: সম্পূরক অভিযোগপত্রে আসামি ঢাবির আরও ৭ শিক্ষার্থী

হাদি হত্যায় যুবলীগ নেতা বাপ্পীর সংশ্লিষ্টতা, শুটার ফয়সালসহ অভিযোগপত্রে আসামি ১৭: ডিবি

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাটকা জব্দ

কেরানীগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ করে ‘রিসিভার’ নিয়োগ