হোম > সারা দেশ > ঢাকা

সাংবাদিককে মারধরের ঘটনায় রিমান্ডে ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের সাংবাদিক সাইফুল ইসলাম জুয়েলকে মারধরের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিনজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। বাকী পাঁচজনকে পাঠানো হয়েছে কারাগারে। আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত এ আদেশ দেন।

যাদের রিমান্ডে পাঠানো হয়েছে তাঁরা হলেন-কাওছার ভূঁইয়া, মো. সুমন মিয়া ও মো. মাসুম বিল্লাহ।

কারাগারে পাঠানো পাঁচ আসামি হলেন-মো. হাফিজ, মো. মহসিন ভূঁইয়া, মো. মাহবুব হোসেন, মো. আসিফ আকবর ও মো. মাকসুদুল্লাহ।

আজ বুধবার বিকেলে আটজনকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাঁদের পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক রূপ কর। অপর দিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেকের জামিনের আবেদন না মঞ্জুর করা হয়। তিন আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া অপর পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত মঙ্গলবার রাজধানীর তালতলা এলাকায় ভিক্টর ট্রেডিং করপোরেশনের মেডিকেলের যন্ত্রাংশ কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম জুয়েল ও ভিডিওগ্রাফার আজাদ আহমেদ হামলার শিকার হন। এ সময় ক্যামেরা ভাঙচুর ও ভিডিও মুছে দেন হামলাকারীরা। এ ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল থেকে আটজনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে সাইফুল ইসলাম জুয়েল বাদী হয়ে ভিক্টর ট্রেডিং করপোরেশনের এই আটজনের বিরুদ্ধে শেরে বাংলা নগর থানায় মামলা করেন।

উল্লেখ্য, ভিক্টর ট্রেডিং করপোরেশন জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের ঠিকাদারি প্রতিষ্ঠান। তাঁদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়ায় অনুসন্ধানে যায় ডিবিসি নিউজ। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট