হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সাটুরিয়ায় চাঁদা না দেওয়ায় ঠিকাদারের শ্রমিকদের মারধর, থানায় অভিযোগ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

সাটুরিয়া থানা। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়ায় চাঁদা না দেওয়ায় সুকুমার রাজবংশী নামের এক যুবক ঠিকাদারের শ্রমিকদের মারধর করেছেন বলে অভিযোগ ওঠেছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ঠিকাদার বাবুল মিয়া (৫৫)। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম।

উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের কান্দাপাড়া জেলেপাড়ার কালীমন্দিরসংলগ্ন খালের ওপর একটি ব্রিজ তৈরির কাজ করছেন সাব-কন্ট্রাক্টর মো. বাবুল মিয়া। অভিযোগ উঠেছে, সম্প্রতি তাঁর কাছে কান্দাপাড়া গ্রামের সুকুমার রাজবংশী নামের এক যুবক ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন তিনি। এর জেরে গতকাল রোববার বিকেল ৪টার দিকে সুকুমার রাজবংশী কয়েকজনকে নিয়ে ব্রিজের নির্মাণ সাইটের ঘরে ঢুকে শ্রমিক লাভলু (৫২) ও টুটুল মিয়াকে (৩০) দেশীয় অস্ত্র দিয়ে জখম করেন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে সাটুরিয়া সদর হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে মো. বাবুল মিয়া বলেন, ‘এক লাখ টাকা চাঁদা না দেওয়ায় আমার দুই নির্মাণশ্রমিককে মারধর করেছে চাঁদাবাজ সুকুমার রাজবংশী। এ ঘটনায় আমি আজ সকালে সাটুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছি।’

এ বিষয়ে কান্দাপাড়া ব্রিজের ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. আনোয়ার হোসেন বলেন, ‘এই সুকুমার রাজবংশী এর আগেও চাঁদার দাবিতে আরেকবার শ্রমিকদের মারধর করেছিল। বিষয়টি তখন স্থানীয়ভাবে মীমাংসা হয়। এখন আবার চাঁদার কারণে আরও দুই শ্রমিককে মারধর করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর যেন কোনো লোক কোনো নির্মাণকাজে চাঁদাবাজি করতে না পারে।’

অভিযুক্ত সুকুমার রাজবংশীর মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

সাগর-রুনি হত্যা: ১২৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

গভীর রাতে পিকআপ নিয়ে মোহাম্মদপুরে সোনার দোকান লুট

জুলাই গণ-অভ্যুত্থান: রায়েরবাজারে দাফন ১১৪ মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর