হোম > সারা দেশ > ঢাকা

শ্লীলতাহানির মামলায় কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের জামিন বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এক নারীর শ্লীলতাহানির মামলায় রাজধানীর সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাসকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা এ আদেশ দেন।

গত ১৩ সেপ্টেম্বর চিত্তরঞ্জন দাস আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁকে পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

আজ বৃহস্পতিবার আইনজীবীর মাধ্যমে জামিন স্থায়ী করার আবেদন করেছিলেন চিত্তরঞ্জন দাস। অন্যদিকে বাদী পক্ষের আইনজীবী জামিন বাতিলের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন স্থায়ী করার আবেদন নামঞ্জুর করে আসামির জামিন বাতিল করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ১১ সেপ্টেম্বর শ্লীলতাহানির অভিযোগে এক নারী সবুজবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, সবুজবাগ কালীবাড়ি রাস্তা সংলগ্ন ওই নারীর শ্বশুরের দোকান রয়েছে। তার পাশের চা দোকানদার নিজের দোকান সংস্কার করতে চাইলে কাউন্সিলর চিত্তরঞ্জন দাস গরিব চা দোকানদারের কাছে ৪০ হাজার টাকা দাবি করেন। চাঁদার ব্যাপারে সত্যতা যাচাই করার জন্য ওই নারী রাত পৌনে ৮টার দিকে চিত্তরঞ্জন দাসকে মোবাইলে ফোন দেন। চিত্তরঞ্জন দাস তাকে রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে তাঁর রাজারবাগ কালীবাড়ি কার্যালয়ে যেতে বলেন। পরে রাত পৌনে ১০টার দিকে ওই নারী স্বামীসহ সেখানে যান। চাঁদার বিষয়ে জানতে চাইলে চিত্তরঞ্জন দাস দুই চারটি কথা বলে তাঁকে পাশের কক্ষে বসতে বলেন। এর একটু পরে চিত্তরঞ্জন দাস ওই কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। ওই নারীকে বসা থেকে উঠে দাঁড়ানোর জন্য বলেন। ওই নারী উঠে দাঁড়ালে চিত্তরঞ্জন দাস তাঁকে জড়িয়ে ধরেন এবং তাঁর স্পর্শকাতর স্থানে হাত দেন। নানা রকম অঙ্গভঙ্গি করে তাঁকে কু-প্রস্তাব দেন। মান-সম্মানের ভয়ে ওই নারী কোনো চিৎকার করেনি বলে এজাহারে উল্লেখ করেন। 
চিত্তরঞ্জন দাস তাঁকে পরের দিন আবার সেখানে যাওয়ার প্রস্তাব দেয়। ওই নারী কোনো রকম নিজেকে রক্ষা করেন বলে অভিযোগে উল্লেখ করেন। বাদী একজন গণমাধ্যমকর্মী বলে এজাহারে উল্লেখ করেন।

এর আগে, গত ১০ সেপ্টেম্বর চিত্তরঞ্জনের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

চিত্তরঞ্জন দাস ওই আপত্তিকর ভিডিও প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, ‘একটি নাটকের জন্য দৃশ্যটি ধারণ করা হয়েছিল।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট