হোম > সারা দেশ > ঢাকা

খিলক্ষেতে শিশু গৃহকর্মী ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর খিলক্ষেতের একটি বাসা থেকে মোছা. পাপিয়া (১১) নামের এক শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে ওই গৃহকর্মী শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এলাকাবাসী জানায়, খিলক্ষেত থানা এলাকার কনকর্ড লেকসিটির ১০-এনএ/ ২ নম্বর বাসন্তী নামক ওই বাসার ১০ তলার টয়লেটে ঝুলন্ত অবস্থায় শিশুটিকে দেখেন তাঁর মা। ওই বাড়িতে অধ্যাপক (অব.) মৃত মকসুদ আলীর পরিবার বসবাস করত। অপরদিকে নিহত ওই শিশুটির বাড়ি নেত্রকোনা জেলায়। ঘটনার পর বিষয়টি জানাজানি হলে এলাকার উৎসুক জনতা এসে ভিড় করেন। খবর পেয়ে ওই শিশুর মরদেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। 

এ বিষয়ে খিলক্ষেত থানার ওসি মুন্সী সাব্বির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ঘটনার সময় ওই বাসায় একজন বয়স্ক নারী ও ওই শিশু ছিলেন। টয়লেটের ভেন্টিলেটর সঙ্গে গামছা দিয়ে গলায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি আত্মহত্যা করেছে। বিস্তারিত ময়নাতদন্তের পর জানা যাবে। 

এদিকে ওই শিশুর মৃত্যুর খবর পেয়ে এলাকার কয়েকশত ঘটনাস্থলে উপস্থিত হোন। তাঁদের অভিযোগ, ওই শিশুটি আত্মহত্যা করতে পারে না। শিশুটিকে হত্যার পর টয়লেটে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট