হোম > সারা দেশ > ঢাকা

ফেসবুক গ্রুপ ইউসিবির উসকানিতে সংঘর্ষের সৃষ্টি হয়: ব্রিফিংয়ে সোহরাওয়ার্দীর শিক্ষার্থীরা

  জবি প্রতিনিধি

আজ মঙ্গলবার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

ইউনাইটেড কলেজ অব বাংলাদেশ (ইউসিবি) নামের একটি ফেসবুক গ্রুপের উসকানিতে সংঘর্ষ হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা এর সঙ্গে জড়িত নন এবং আগামীতে ঝামেলায় না জড়ানোর অনুরোধ করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের ডাকা এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষার্থীরা।

এ সময় কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী লিখন ইসলাম বলেন, ‘তৃতীয় পক্ষের উসকানিতে মূলত এ সংঘর্ষের সৃষ্টি হয়েছে। এর সঙ্গে সোহরাওয়ার্দী কলেজের সাধারণ শিক্ষার্থীরা জড়িত নন। আমাদের নাম ব্যবহার করে তারা হামলা করে।’

লিখন ইসলাম আরও বলেন, গত ২৪ নভেম্বর আমাদের কলেজে পরীক্ষা চলাকালীন কিছুসংখ্যক অন্যান্য কলেজের শিক্ষার্থীরা আমাদের কলেজে হামলা করে। এতে নারী শিক্ষার্থীসহ অনেকে আহত হয় এবং কলেজের মধ্যে ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়। আমরা আমাদের কলেজে হামলার প্রতিবাদে গত সোমবার আমাদের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করি। কিন্তু এই বিক্ষোভ মিছিল চলাকালীন আমাদের মাঝে তৃতীয় কোনো পক্ষ ঢুকে শিক্ষার্থীদের উসকে দিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে নিয়ে যায় ও মোল্লা কলেজে গিয়ে হামলা করে। আমরা জানিয়ে দিতে চাই, এ হামলার সাথে সোহরাওয়ার্দী কলেজের কোনো সাধারণ শিক্ষার্থী জড়িত নন।

তৃতীয় পক্ষের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফাহিম ইসলাম বলেন, ইউনাইটেড কলেজ অব বাংলাদেশ (ইউসিবি) নামে একটি সংগঠন তৃতীয় পক্ষ হিসেবে কাজ করে আসছে। মোল্লা কলেজের সাথে আমাদের ব্যক্তিগত কোনো ঝামেলা নাই। ইউসিবি গ্রুপটি মূলত এ দ্বন্দ্বের সঙ্গে সম্পৃক্ত।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট