হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, হামলায় ২ সাংবাদিক আহত 

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

এক দফা দাবিতে শিক্ষার্থীদের অসহযোগের সমর্থনে মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। আজ রোববার সকাল ১০টা থেকে মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করছেন তাঁরা। আন্দোলনকারীদের হামলায় দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। 

সরেজমিন জানা গেছে, আজ সকাল ১০টা থেকে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিতে থাকেন। শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানিয়ে সেখানে যোগ দিতে থাকেন। সকাল ১০টার দিকে মানিকগঞ্জ শহরের মানরা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন হাজার হাজার আন্দোলনকারী। এরপর মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন তাঁরা। এ সময় সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। 

আন্দোলনকারীদের হামলায় আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মঞ্জুর রহমান ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম সুজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ট্রাফিক পুলিশ বক্সসহ কয়েকটি ভবনে ইট-পাটকেল নিক্ষেপ করেছেন আন্দোলনকারীরা। 

মহাসড়কের মানরা এলাকায় প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে হাজার হাজার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ করছিলেন বলে সরেজমিনে জানা গেছে। 

এদিকে জেলা শহরের সরকারি উচ্চবিদ্যালয় মাঠসংলগ্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের কয়েক শ নেতা-কর্মী অবস্থান নিয়েছেন। এই পরিস্থিতিতে জেলা শহরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট