হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, হামলায় ২ সাংবাদিক আহত 

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

এক দফা দাবিতে শিক্ষার্থীদের অসহযোগের সমর্থনে মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। আজ রোববার সকাল ১০টা থেকে মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করছেন তাঁরা। আন্দোলনকারীদের হামলায় দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। 

সরেজমিন জানা গেছে, আজ সকাল ১০টা থেকে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিতে থাকেন। শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানিয়ে সেখানে যোগ দিতে থাকেন। সকাল ১০টার দিকে মানিকগঞ্জ শহরের মানরা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন হাজার হাজার আন্দোলনকারী। এরপর মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন তাঁরা। এ সময় সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। 

আন্দোলনকারীদের হামলায় আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মঞ্জুর রহমান ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম সুজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ট্রাফিক পুলিশ বক্সসহ কয়েকটি ভবনে ইট-পাটকেল নিক্ষেপ করেছেন আন্দোলনকারীরা। 

মহাসড়কের মানরা এলাকায় প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে হাজার হাজার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ করছিলেন বলে সরেজমিনে জানা গেছে। 

এদিকে জেলা শহরের সরকারি উচ্চবিদ্যালয় মাঠসংলগ্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের কয়েক শ নেতা-কর্মী অবস্থান নিয়েছেন। এই পরিস্থিতিতে জেলা শহরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে