হোম > সারা দেশ > ঢাকা

নতুন মামলায় দস্তগীর-সালমান-মামুন-জিয়াউল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান ভিন্ন ভিন্ন আদেশে তাদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

সকালে এই চারজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামিদের বিরুদ্ধে মামলার অভিযোগ তদন্তাধীন। এসব মামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাচ্ছে আসামিদের বিরুদ্ধে। তাদের গ্রেপ্তার দেখানোর প্রয়োজন। ভবিষ্যতে তাদের রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর খিলগাঁও পল্লীমা স্কুলের সামনে আহত পরিবহন শ্রমিক সোহেলের করা হত্যাচেষ্টা মামলায় সালমান এফ রহমান, গোলাম দস্তগীর গাজী ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীকে অপহরণ ও গুমের ঘটনায় করা মামলায় বহিষ্কৃত সেনা অফিসার মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৩ আগস্ট রাতে ঢাকার সদরঘাট থেকে নৌপথে পালানোর সময় সালমান এফ রহমানকে আটক করা হয়। এ পর্যন্ত ৩৫টির বেশি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত ২৫ আগস্ট দিনগত রাতে ঢাকার শান্তিনগর বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নারায়ণগঞ্জের চারটি হত্যা মামলায় এবং ঢাকার খিলগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয় গত ৩ সেপ্টেম্বর। বেশি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মেজর জেনারেল জিয়াউল আহসানকে ঢাকা থেকে আটক করা হয় গত ১৬ আগস্ট। এরপর তাকে ছয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার