হোম > সারা দেশ > ঢাকা

গণপরিবহন অচল নিজস্ব যানবাহন সচল

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনার সংক্রমণ বাড়ায় আবারও আন্তজেলা গণপরিবহন বন্ধ ঘোষণা করেছে সরকার। তবে হুট করে এমন সিদ্ধান্তের ফলে ভোগান্তিতে পরেছে সাধারণ জনগণ। রাজধানী থেকে অনেকেই পায়ে হেঁটে রওনা দিচ্ছে সাভার–মানিকগঞ্জের পথে। তবে গণপরিবহনের মাধ্যমে রাজধানী ছাড়তে না পারলেও, সচল রয়েছে নিজস্ব যানবাহন।

আজ মঙ্গলবার রাজধানী গাবতলি বাস টার্মিনাল তিন রাস্তার মোড়ে গিয়ে দেখা যায়, ঢাকা থেকে যাত্রী নিয়ে যে সব বাস সাভার, মানিকগঞ্জের পথে যাচ্ছে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সেগুলো ঘুরিয়ে দিচ্ছে। তবে নিজস্ব যানবাহন চলাচলে বাধা না থাকায় প্রচুর প্রাইভেট কার ও মাইক্রোবাস যেতে দেখা যায়।

বিরক্ত প্রকাশ করে এক পথচারী বলেন, লকডাউনের কথা আমি জানতাম না। জানলে অবশ্যই বের হতাম না। গুলিস্তান থেকে গাবতলি আসছি মানিকগঞ্জ যাব বলে। বাস পাচ্ছি না তাই হেঁটে ব্রিজের ওই পারে গিয়ে বাসে উঠব।

বিভিন্ন পয়েন্টে অনেকে হন্যে হয়ে খুঁজছেন যানবাহন। যে যেভাবে পারছেন গাড়িতে উঠে পড়ছেন। অনেকে মিনিট্রাক, মাইক্রোবাসে দ্বিগুণ ভাড়া দিয়ে গাদাগাদি করে উঠছেন। আবার কেউ কেউ মোটরসাইকেল যোগে দীর্ঘপথ পাড়ি দিচ্ছেন। দূরপাল্লার যানবাহন বন্ধ থাকার সুযোগটা কাজে লাগাচ্ছে এসব ছোট বাহন।

ট্রাফিক পুলিশ মাহবুব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, যেহেতু সাতটি জেলা নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে আমরা আন্তজেলার কোনো গাড়ি সাভার ব্রিজ পার হতে দিচ্ছি না। তবে জরুরি সেবার যানবাহনের কথা ভিন্ন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট