হোম > সারা দেশ > ঢাকা

গণপরিবহন অচল নিজস্ব যানবাহন সচল

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনার সংক্রমণ বাড়ায় আবারও আন্তজেলা গণপরিবহন বন্ধ ঘোষণা করেছে সরকার। তবে হুট করে এমন সিদ্ধান্তের ফলে ভোগান্তিতে পরেছে সাধারণ জনগণ। রাজধানী থেকে অনেকেই পায়ে হেঁটে রওনা দিচ্ছে সাভার–মানিকগঞ্জের পথে। তবে গণপরিবহনের মাধ্যমে রাজধানী ছাড়তে না পারলেও, সচল রয়েছে নিজস্ব যানবাহন।

আজ মঙ্গলবার রাজধানী গাবতলি বাস টার্মিনাল তিন রাস্তার মোড়ে গিয়ে দেখা যায়, ঢাকা থেকে যাত্রী নিয়ে যে সব বাস সাভার, মানিকগঞ্জের পথে যাচ্ছে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সেগুলো ঘুরিয়ে দিচ্ছে। তবে নিজস্ব যানবাহন চলাচলে বাধা না থাকায় প্রচুর প্রাইভেট কার ও মাইক্রোবাস যেতে দেখা যায়।

বিরক্ত প্রকাশ করে এক পথচারী বলেন, লকডাউনের কথা আমি জানতাম না। জানলে অবশ্যই বের হতাম না। গুলিস্তান থেকে গাবতলি আসছি মানিকগঞ্জ যাব বলে। বাস পাচ্ছি না তাই হেঁটে ব্রিজের ওই পারে গিয়ে বাসে উঠব।

বিভিন্ন পয়েন্টে অনেকে হন্যে হয়ে খুঁজছেন যানবাহন। যে যেভাবে পারছেন গাড়িতে উঠে পড়ছেন। অনেকে মিনিট্রাক, মাইক্রোবাসে দ্বিগুণ ভাড়া দিয়ে গাদাগাদি করে উঠছেন। আবার কেউ কেউ মোটরসাইকেল যোগে দীর্ঘপথ পাড়ি দিচ্ছেন। দূরপাল্লার যানবাহন বন্ধ থাকার সুযোগটা কাজে লাগাচ্ছে এসব ছোট বাহন।

ট্রাফিক পুলিশ মাহবুব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, যেহেতু সাতটি জেলা নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে আমরা আন্তজেলার কোনো গাড়ি সাভার ব্রিজ পার হতে দিচ্ছি না। তবে জরুরি সেবার যানবাহনের কথা ভিন্ন।

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি