মাদারীপুরে হোসেন সরদার (৬০) নামে এক বালু ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে দুই পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর-টেকেরহাট বাজারে এ ঘটনা ঘটে।
আহত বালু ব্যবসায়ী একই ইউনিয়নের চর খোয়াজপুর গ্রামের আসমত আলী সরদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় বালু ব্যবসা করে আসছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সদর উপজেলার খোয়াজপুর-টেকেরহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন বালু ব্যবসায়ী হোসেন সরদার। হঠাৎ দুটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় হাতুড়িপেটা করে হোসেন সরদারের দুই পা ভেঙে ফেলা হয়।
তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।