হোম > সারা দেশ > ঢাকা

অস্ট্রেলিয়ায় ৯৭ অবৈধ বাংলাদেশিকে ফেরত আনার অনুরোধ

আজকের পত্রিকা ডেস্ক­

সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি ব্রুক। ছবি: পিআইডি

অবৈধভাবে অস্ট্রেলিয়ায় প্রবেশের চেষ্টা করা ৯৭ বাংলাদেশিকে ফেরত নিতে অনুরোধ জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি ব্রুক। আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে টনি ব্রুক ও তাঁর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিং-এ এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৯৭ জন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া ঢোকার চেষ্টা করছে। যাদের ভিসা ছিল না। তারা অস্ট্রেলিয়ার পাশে দ্বীপের মতো একটা জায়গায় রয়েছেন। তাদের খাবারের কোনো অসুবিধা হচ্ছে না। অস্ট্রেলিয়া এই জনগণকে বাংলাদেশে ফেরত আনতে অনুরোধ করেছে। সরকারের পক্ষ থেকে তাদেরকে যতদ্রুত সম্ভব ফিরিয়ে আনা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নতুন সরকার আসার পর এই প্রথম অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সফরে এসেছেন। এর আগে অস্ট্রেলিয়ান কোনো স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন কীনা জানা নেই। বাংলাদেশে অবস্থান রোহিঙ্গা ইস্যুতে সবচেয়ে বেশি কথা হয়েছে। কিছু রোহিঙ্গা অস্ট্রেলিয়ায় নিয়ে যেতে তাদেরকে অনুরোধ করা হয়েছে। তারা ইতিমধ্যে বেশকিছু রোহিঙ্গা নিয়েছে। আরও কিছু রোহিঙ্গা যাতে নেওয়া হয় সে ব্যাপারে তাদের আবারও অনুরোধ জানানো হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এছাড়া বাংলাদেশের কোস্টগার্ডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। দুই দেশের সঙ্গে যাতে আরও সহযোগিতাপূর্ণ সম্পর্ক হয় সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারত সাগরের নিরাপত্তা ইস্যুতে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ও তাদের ১৯ সদস্যের প্রতিনিধি দল আসার খবরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিরাপত্তা জোরদার করা হয়। একই সঙ্গে লালগালিচা দেওয়া হয়। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অব অর্নার দেওয়া হয়।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির