হোম > সারা দেশ > টাঙ্গাইল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির ধীর গতি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা

ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুতে যানবাহনের চাপ বেড়েছে। ফলে যমুনা সেতু মহাসড়কের ৪০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঘরমুখী মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

আজ শুক্রবার ভোর থেকে বেলা ২টা পর্যন্ত মহাসড়কে তীব্র যানজট দেখা যায়।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর থেকে যমুনা সেতু পূর্বে থেমে থেমে চলছে গাড়ি। এর আগে অতিরিক্ত গাড়ির চাপ, সেতুর ওপর গাড়ি বিকলসহ বিভিন্ন কারণে বুধবার ভোর ৪টা থেকে মহাসড়কের আশেকপুর বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। সেই যানজট সারা দিন পেরিয়েও সারা রাত অব্যাহত থাকে। সবশেষ আজ (শুক্রবার) মহাসড়কে যানজটের একই চিত্র দেখা যায়।

জানতে চাইলে কুড়িগ্রামগামী আজিজুর রহমান বলেন, ‘রাস্তার যে অবস্থা, কখন যে বাড়ি পৌঁছাতে পারব জানি না।’

এদিকে রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। আজও সারা দিন পরিবহনের সংকট ও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে ঘরমুখী মানুষ।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, ‘ধীর গতিতে গাড়ি চলাচল করছে। গাড়ি দ্রুত পারাপারের জন্য চেষ্টা করা হচ্ছে। রাতে সেতুতে কয়েকটা গাড়ি বিকল হয়ে যায়। এই গাড়িগুলো অপসারণ করতে সময় লাগে। আর এ জন্য যানজট লেগে যায়।’

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার