হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ছাত্রলীগের সাবেক এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত তুহিন দর্জি (৩৪) মাদারীপুর মুক্তিযুদ্ধ মঞ্চ জেলা শাখার সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। তিনি মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির দর্জির ছেলে। 

স্বজনদের বরাতে পুলিশ জানায়, তুহিন দর্জি তাঁর বন্ধু শিমুল সরদারকে নিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি এলাকায় ব্যক্তিগত কাজে যান। ফেরার পথে ঝাউদি গিরি এলাকায় আসলে মোটরসাইকেল থামিয়ে তুহিন ও শিমুলের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। 

এ সময় শিমুল পালিয়ে গেলেও এলোপাতাড়ি কুপিয়ে তুহিনকে জখম করা হয়। তুহিনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তুহিনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢামেকে পাঠানো হয়েছে।

মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়জুর রহমান আজকের পত্রিকাকে বলেন, তুহিন দর্জির শরীরের বিভিন্নস্থানে একাধিক কোপানোর চিহ্ন আছে। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢামেকে পাঠানো হয়েছে। 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে জেনেছি, পূর্ব শত্রতার জেরে এই হামলা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান