রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করা মো. বাপ্পি চৌধুরী রনিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল মঙ্গলবার রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রনিকে গ্রেপ্তার করে র্যাব।
গত ৫ আগস্ট রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হাতে পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে মো. বাপ্পি চৌধুরী রনি। পরে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বসুন্ধরা অভিযান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব।