হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর কাকরাইলে বাসচাপায় পুলিশ সদস্য নিহত

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর কাকরাইল মোড়ে যাত্রীবাহী বাসচাপায় আহত আরিফুল ইসলাম (৪২) নামের এক পুলিশ সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে কাকরাইল মোড়ে দুর্ঘটনাটি ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল বুধবার দুপুরে কাকরাইল এলাকায় বাসচাপায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন আরিফুল। পরে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪টার দিকে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

নিহত আরিফুলের ভাগনে মো. ইমন বলেন, তাঁদের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামে। বাবার নাম খলিল মোল্লা। ঢাকার নবাবগঞ্জ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। গতকাল তিনি নবাবগঞ্জ থেকে ঢাকায় আসেন রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসার জন্য। কাকরাইলে মঞ্জিল পরিবহন থেকে নামার সময় ওই বাসের চাপায় গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট