হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর কাকরাইলে বাসচাপায় পুলিশ সদস্য নিহত

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর কাকরাইল মোড়ে যাত্রীবাহী বাসচাপায় আহত আরিফুল ইসলাম (৪২) নামের এক পুলিশ সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে কাকরাইল মোড়ে দুর্ঘটনাটি ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল বুধবার দুপুরে কাকরাইল এলাকায় বাসচাপায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন আরিফুল। পরে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪টার দিকে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

নিহত আরিফুলের ভাগনে মো. ইমন বলেন, তাঁদের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামে। বাবার নাম খলিল মোল্লা। ঢাকার নবাবগঞ্জ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। গতকাল তিনি নবাবগঞ্জ থেকে ঢাকায় আসেন রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসার জন্য। কাকরাইলে মঞ্জিল পরিবহন থেকে নামার সময় ওই বাসের চাপায় গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু