হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জ লঞ্চঘাটে পন্টুন থেকে ধলেশ্বরীতে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ধলেশ্বরীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জ লঞ্চঘাটের পন্টুন থেকে ধলেশ্বরী নদীতে পড়ে নিখোঁজ যুবক লোকমান হোসেনের (৩৭) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ সদরের মোল্লারচর এলাকার ধলেশ্বরী নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

লোকমান হোসেন ভোলার তজুমদ্দিন উপজেলার দেওয়ানপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

এর আগে সোমবার দিবাগত রাত ২টার দিকে তিনি নদীতে পড়ে যান। বিষয়টি নিশ্চিত করেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘গতকাল সকাল থেকেই নিখোঁজ ব্যক্তির সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। রাতে উদ্ধার অভিযান স্থগিত ছিল। সকালে পুনরায় অভিযান শুরু হলে মোল্লারচর সংলগ্ন নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।’

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোলার তজুমদ্দিন থেকে ঢাকার সদরঘাটগামী যাত্রীবাহী লঞ্চ ‘ফারহান-৩’ সোমবার দিবাগত রাত ২টার দিকে যাত্রাবিরতিতে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে নোঙর করে। এ সময় লঞ্চ থেকে ঘাটে নামেন লোকমানসহ কয়েকজন যাত্রী। পরে পুনরায় লঞ্চে ওঠার সময় পন্টুন থেকে নদীতে পড়ে নিখোঁজ হন লোকমান।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯