হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জ লঞ্চঘাটে পন্টুন থেকে ধলেশ্বরীতে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ধলেশ্বরীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জ লঞ্চঘাটের পন্টুন থেকে ধলেশ্বরী নদীতে পড়ে নিখোঁজ যুবক লোকমান হোসেনের (৩৭) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ সদরের মোল্লারচর এলাকার ধলেশ্বরী নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

লোকমান হোসেন ভোলার তজুমদ্দিন উপজেলার দেওয়ানপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

এর আগে সোমবার দিবাগত রাত ২টার দিকে তিনি নদীতে পড়ে যান। বিষয়টি নিশ্চিত করেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘গতকাল সকাল থেকেই নিখোঁজ ব্যক্তির সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। রাতে উদ্ধার অভিযান স্থগিত ছিল। সকালে পুনরায় অভিযান শুরু হলে মোল্লারচর সংলগ্ন নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।’

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোলার তজুমদ্দিন থেকে ঢাকার সদরঘাটগামী যাত্রীবাহী লঞ্চ ‘ফারহান-৩’ সোমবার দিবাগত রাত ২টার দিকে যাত্রাবিরতিতে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে নোঙর করে। এ সময় লঞ্চ থেকে ঘাটে নামেন লোকমানসহ কয়েকজন যাত্রী। পরে পুনরায় লঞ্চে ওঠার সময় পন্টুন থেকে নদীতে পড়ে নিখোঁজ হন লোকমান।

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

সাংবাদিক আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ