হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে ১০ দিনে ৫ হত্যা, গ্রেপ্তার ৪ 

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বিভিন্ন জায়গায় গত ১০ দিনে পাঁচটি হত্যাকাণ্ড হয়েছে। এর মধ্যে রাজবাড়ী সদরে দুটি, পাংশা, কালুখালী ও গোয়ালন্দ উপজেলায় একটি করে হত্যার ঘটনা ঘটেছে। 

আজ বুধবার দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোছা. শামীমা পারভিন। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, সবশেষ গতকাল মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর উপজেলার পূর্বভবদিয়া এলাকায় মাল্টাবাগান থেকে নিখোঁজের দুই দিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ১৫ সেপ্টেম্বর রাতে পাংশায় নিজ স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর মুখে বিষ ঢেলে দেন তাঁর স্বামী। 

অপর দিকে ২১ সেপ্টেম্বর কালুখালী থানায় এক ব্যক্তিকে (চোর সন্দেহে) পিটিয়ে হত্যা করে জনতা। ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার কাটাখালী এলাকায় চরমপন্থী নেতা শুশীলকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ২৩ সেপ্টেম্বর নেশার টাকার জন্য স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে তাঁর স্বামী। 

পুলিশ সুপার মোছা. শামীমা পারভিন আরও বলেন, প্রতিটি হত্যার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। চুরি, আধিপত্য বিস্তার, পারিবারিক কলহের কারণে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পৃথক এই পাঁচটি হত্যাকাণ্ডে পাঁচটি মামলা হয়েছে। সেই সঙ্গে মামলার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

 এ সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. ইফতেখারুজ্জামান প্রমুখ।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ