হোম > সারা দেশ > ঢাকা

মা-নবজাতকের মৃত্যু: সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক মিলিকে আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসায় অবহেলায় মাহাবুবা রহমান আঁখি ও তাঁর নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির চিকিৎসক বেগম মাকসুদা ফরিদা আক্তার মিলিকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ আগাম জামিন আবেদনের শুনানি শেষে চার সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। এর আগে গত ২৬ জুন শুনানি শেষে বুধবার আদেশের জন্য দিন ধার্য করা হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী বলেন, ডা. মিলি তাঁর আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন করেছিলেন। আবেদনে বলা হয়, তিনি ঘটনার দিন হাসপাতালে ছিলেন না এবং আঁখির অস্ত্রোপচারেও জড়িত ছিলেন না। আদালত তাঁকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। আর এই সময়ের মধ্যে তাঁকে হয়রানি বা গ্রেপ্তার না করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সেন্ট্রাল হাসপাতালের অধ্যাপক ডা. সংযুক্তা সাহার অধীনে ভর্তি হয়েছিলেন মাহাবুবা রহমান আঁখি। অভিযোগ উঠে ভুল চিকিৎসায় প্রথমে নবজাতক এবং পরে আঁখিও মারা যান। ওই ঘটনায় আঁখির স্বামী ইয়াকুব আলী ধানমন্ডি থানায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা দায়ের করেন।

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি