রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় হোসেন হাওলাদার (৩৮) ও মাসুম মিয়া (২৮) নামের দুই যুবক মারা গেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ওয়ারী থানার এসআই মো. মিজানুর রহমান।
নিহত নাসির হোসেন হাওলাদার বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রুস্তম হাওলাদারের ছেলে। অপরজন জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মো. কাশেম মিয়ার ছেলে।
হাসপাতালে নিয়ে যাওয়া ওয়ারী থানার এসআই মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে টিকাটুলির রাজধানী সুপার মার্কেট মসজিদসংলগ্ন হানিফ ফ্লাইওভার ব্রিজের ওপর থেকে আহত অবস্থায় তাঁদের উদ্ধার করা হয়। সে সময় তাঁরা মোটরসাইকেলসহ রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ভোর সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এসআই মিজানুর রহমান জানান, আজ বুধবার সকালে নিহতদের স্বজনেরা মরদেহ শনাক্ত করে। নিহত নাসির পরিবারের সঙ্গে জুরাইন মিষ্টির দোকান এলাকায় থাকতেন। তাঁর পরিবার দাবি করছে, তিনি পুলিশের সোর্স ছিলেন। নিহত মাসুম পরিবারের সঙ্গে যাত্রাবাড়ী কাজলারপাড় এলাকায় থাকতেন। তিনি মাটির ঠিকাদারির কাজ করতেন।