হোম > সারা দেশ > ঢাকা

যেকোনো নামী প্রতিষ্ঠানকে দিয়ে ইভ্যালি অডিট করানো যাবে: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি যেকোনো স্বনামধন্য ফার্মকে দিয়ে অডিট করাতে পারবেন। ইভ্যালি পরিচালনায় আদালত কর্তৃক গঠিত বোর্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এই আদেশ দেন। 

রিটকারী আইনজীবী সৈয়দ মাহসিব হোসাইন বলেন, আদালতে আজ দুটি আবেদন উপস্থাপন করা হয়। এর মধ্যে একজন গ্রাহক তাঁর পেমেন্ট না পাওয়ায় এই মামলায় পক্ষভুক্ত হওয়ার জন্য আবেদন করেন। আদালত তাঁর আবেদনটি নথিভুক্ত করেন। আরেকটি আবেদন করা হয় ইভ্যালির বোর্ডের পক্ষ থেকে। আদালত তা মঞ্জুর করেন। 

গত বছরের ১৮ অক্টোবর আদালত বলেছিলেন, ইভ্যালি অডিট করবে কেপিএমজি নামের কোম্পানি। তবে এই কোম্পানি অডিট করার জন্য ইভ্যালির কাছে ৮৬ লাখ টাকা চায়। তাই ইভ্যালির বোর্ড আদালতের কাছে আবেদন করে, যাতে অন্য কোনো ফার্মকে দিয়ে অডিট করানো যায়। 

আদালতে ইভ্যালির বোর্ডের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোরশেদ আহমেদ খান। 

প্রসঙ্গত, ইভ্যালি পরিচালনার জন্য আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের একটি বোর্ড গঠন করে দেন হাইকোর্ট। এই বোর্ডই এখন ইভ্যালি পরিচালনার দায়িত্বে রয়েছে। 

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ