হোম > সারা দেশ > ঢাকা

যেকোনো নামী প্রতিষ্ঠানকে দিয়ে ইভ্যালি অডিট করানো যাবে: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি যেকোনো স্বনামধন্য ফার্মকে দিয়ে অডিট করাতে পারবেন। ইভ্যালি পরিচালনায় আদালত কর্তৃক গঠিত বোর্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এই আদেশ দেন। 

রিটকারী আইনজীবী সৈয়দ মাহসিব হোসাইন বলেন, আদালতে আজ দুটি আবেদন উপস্থাপন করা হয়। এর মধ্যে একজন গ্রাহক তাঁর পেমেন্ট না পাওয়ায় এই মামলায় পক্ষভুক্ত হওয়ার জন্য আবেদন করেন। আদালত তাঁর আবেদনটি নথিভুক্ত করেন। আরেকটি আবেদন করা হয় ইভ্যালির বোর্ডের পক্ষ থেকে। আদালত তা মঞ্জুর করেন। 

গত বছরের ১৮ অক্টোবর আদালত বলেছিলেন, ইভ্যালি অডিট করবে কেপিএমজি নামের কোম্পানি। তবে এই কোম্পানি অডিট করার জন্য ইভ্যালির কাছে ৮৬ লাখ টাকা চায়। তাই ইভ্যালির বোর্ড আদালতের কাছে আবেদন করে, যাতে অন্য কোনো ফার্মকে দিয়ে অডিট করানো যায়। 

আদালতে ইভ্যালির বোর্ডের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোরশেদ আহমেদ খান। 

প্রসঙ্গত, ইভ্যালি পরিচালনার জন্য আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের একটি বোর্ড গঠন করে দেন হাইকোর্ট। এই বোর্ডই এখন ইভ্যালি পরিচালনার দায়িত্বে রয়েছে। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট