হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সমাবেশ থেকে ফেরার পথে বিএনপির ৩ নেতাকে কুপিয়ে জখম

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বিএনপি নেতা মনোয়ার হোসেনের পায়ে জখম করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সমাবেশ শেষে ফেরার পথে সিদ্ধিরগঞ্জ বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ তিনজনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাসিক সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের রসুলবাগ এলাকায় হামলার ঘটনা ঘটে।  

আহতরা হলেন—সিদ্ধিরগঞ্জ বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ৩ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আল আমিন হোসেন ও যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন মনা। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডস্থ প্রো অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।  

শ্রমিক দল নেতা আল আমিন হোসেন হাতে জখম হয়। ছবি: আজকের পত্রিকা

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।  

সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি আজকের পত্রিকাকে জানান, আজ নাসিক ৭ নম্বর ওয়ার্ডের আদমজী কদমতলী এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আয়োজিত সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, দখলদারিত্ব ও অপকর্মে বিরুদ্ধের জনসমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশ শেষ করে বাড়ি ফেরছিলেন ওই তিনজন।

হাসপাতালে বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন। ছবি: আজকের পত্রিকা

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের রসুলবাগ এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা অর্ধশতাধিক সন্ত্রাসী অতর্কিতভাবে তাদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা করে।

সন্ত্রাসীদের হামলায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ৩ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আল আমিন হোসেন ও যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন মনাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে