হোম > সারা দেশ > ঢাকা

বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ২২, শনাক্ত ৮ জনের লাশ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শনাক্ত ৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত আরও দেড় শতাধিক চিকিৎসাধীন আছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানবাহিনীর ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি ফাইটার জেট সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। উড্ডয়নের মাত্র ১২ মিনিট পর এটি মাইলস্টোন স্কুলের ভেতরে বিধ্বস্ত হয়। লাশ হস্তান্তরের বিষয়টিও নিশ্চিত করেছে আইএসপিআর।

নিহত যাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে- ফাতেমা (৯), সামিউল (৯), রজনী ইসলাম (৩৭), মেহনাজ আফরিন (৯), শারিয়া আক্তার (১৩), নুসরাত জাহান আনিকা (১০), সাদ সালাউদ্দিন (৯) ও সায়মা আক্তার (৯)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও একজন সোমবার রাতে মারা গেছেন বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। সর্বশেষ মৃত শিক্ষার্থী এবি শামীম (১৪) আইসিইউতে ভর্তি ছিল। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তাকে নিয়ে বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোট পাঁচজনের মৃত্যু হল।

এর আগে বিকেল ৫টা ২৫ পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে ও ঢামেকে ৩ জনসহ মোট ২০ জনের মৃত্যুর খবর দিয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এর পরে বার্ন ইনস্টিটিউটে আরও দুজনের মৃত্যু হয়।

এদিকে আহতদের মধ্যে অন্তত ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান। সোমবার রাত সাড়ে আটটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের তিনি জানান, বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৮৮ জন। তাঁদের মধ্যে ২৫ জনের অবস্থা গুরুতর।

তবে এর আগে আইএসপিআর মোট ১৭১ জনের হাসপাতালে ভর্তি থাকার তথ্য দিয়েছিল।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট