হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর খিলগাঁওয়ে ভাড়া বাসা থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানীর খিলগাঁওয়ের সিপাহিবাগ এলাকার একটি বাসায় স্ত্রীর ওপর অভিমান করে আবু সাঈদ মাতুব্বর (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। ওই যুবক পেশায় রিকশাচালক ছিলেন। 

আজ রোববার দুপুর দেড়টার দিকে সিপাহিবাগ নুরানী মসজিদ গলির বাসায় এই ঘটনাটি ঘটে। দেখতে পেয়ে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন। 

মৃত আবু সাঈদের চাচা মো. জসিম মাতব্বর জানান, তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাকছাড়া গ্রামে। তার বাবার নাম মো. জাহাঙ্গীর মাতব্বর। বর্তমানে খিলগাঁওয়ে সিপাইবাগ নূরানী মসজিদ গলি এলাকার একটি বাসার পাঁচতলার চতুর্থ তলায় ভাড়া থাকতেন। 

তিনি আরও জানান, দুপুরের দিকে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় আবু সাঈদের। অভিমান করে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে অনেকক্ষণ কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখা যায়, সাঈদ ফ্যানের সঙ্গ গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশে সহযোগিতার ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। 

এ বিষয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহাগ বলেন, ‘আমরা খবর পেয়ে দুপুরের দিকে সিপাহিবাগের ওই বাসায় যাই। সেখানে ওই যুবককে ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলে থাকতে দেখা যায়। পরে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।’ 

তিনি আরও বলেন, ‘ওই যুবকের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর