হোম > সারা দেশ > ঢাকা

গার্মেন্টসে রেশনিং চালু ও বেতন বাড়ানো দরকার: শাজাহান খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং চালু ও বেতন বাড়ানো দরকার বলে মন্তব্য করেছেন সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস টেক্সটাইল ফেডারেশনের উদ্যোগে ‘শ্রমিকদের জন্য কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি। 

শাজাহান খান বলেন, ‘মালিকেরা কিন্তু ঐক্যবদ্ধ, কিন্তু শ্রমিকেরা ঐক্যবদ্ধ না। শ্রমিকদের এই বিভক্তি মালিকদের হাতকেই শক্তিশালী করছে। ৫৭টি গার্মেন্টস ফেডারেশন আছে। কিন্তু একেকটি সংগঠন একেক রকম সর্বনিম্ন বেতন দাবি করছে। কেউ ২০ হাজার, কেউ ২২ হাজার, কেউ ২৩ হাজার, কেউ ২৫ হাজার টাকা দাবি করছেন। আপনারা সবাই বসে একটি মজুরি নির্ধারণ করেন, যে আসলে কত টাকা চান। সবাই মিলে একটা মজুরি নির্ধারণ করেন।’ 

সাবেক নৌ-পরিবহন মন্ত্রী সাজাহান খান আরও বলেন, ‘শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন হতে পারে, তবে তা হতে হবে নিয়মতান্ত্রিক। শ্রমিক আন্দোলন নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। গার্মেন্টস যেমন টিকিয়ে রাখতে হবে, তেমনি শ্রমিকেরাও যাতে টিকে থাকতে পারে-সেই ব্যবস্থা করতে হবে।’ 
 
শ্রমিকদের রেশন চালু ও ট্রেড ইউনিয়ন করা প্রসঙ্গে শাজাহান খান বলেন, ‘গার্মেন্টসে রেশনিং চালু ও বেতন বাড়ানো দরকার। আমি পার্লামেন্টে বিষয়টি বলব এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব-যাতে শ্রমিকদের জন্য রেশনিং চালু করা যায়। মালিকপক্ষরা ট্রেড ইউনিয়ন করতে বাধা দেন। আগে তো করতেই দিতেন না, এখনো বাধা দেন, তবে আগের মতো অতটা বাধা দেন না।’ 
 
অনুষ্ঠানে বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস টেক্সটাইল ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল লিখিত বক্তব্যে ৭ দফা দাবি উত্থাপন করেন। এ সব দাবির মধ্যে রয়েছে—গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশন চালু করা, গার্মেন্টস শ্রমিকদের জন্য আলাদা হাসপাতাল নির্মাণ, জরুরি স্বাস্থ্য ও নিরাপত্তা তহবিল গঠন, স্বল্প ও দীর্ঘমেয়াদি কিস্তিতে স্থায়ী আবাসনের ব্যবস্থা করা, জীবন বিমা স্কিম নিশ্চিত করা, সর্বজনীন কল্যাণ তহবিল গঠন, সাংসদদের নিয়ে শ্রমিক ককাস গঠন।’ 

গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন—বিকেএমইয়ের নির্বাহী সভাপতি মো. হাতেম, বিকেএমইএর সদস্য ফজলে এলাহী শামীম, বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট মো. নাসির উদ্দীনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট