হোম > সারা দেশ > ঢাকা

গার্মেন্টসে রেশনিং চালু ও বেতন বাড়ানো দরকার: শাজাহান খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং চালু ও বেতন বাড়ানো দরকার বলে মন্তব্য করেছেন সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস টেক্সটাইল ফেডারেশনের উদ্যোগে ‘শ্রমিকদের জন্য কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি। 

শাজাহান খান বলেন, ‘মালিকেরা কিন্তু ঐক্যবদ্ধ, কিন্তু শ্রমিকেরা ঐক্যবদ্ধ না। শ্রমিকদের এই বিভক্তি মালিকদের হাতকেই শক্তিশালী করছে। ৫৭টি গার্মেন্টস ফেডারেশন আছে। কিন্তু একেকটি সংগঠন একেক রকম সর্বনিম্ন বেতন দাবি করছে। কেউ ২০ হাজার, কেউ ২২ হাজার, কেউ ২৩ হাজার, কেউ ২৫ হাজার টাকা দাবি করছেন। আপনারা সবাই বসে একটি মজুরি নির্ধারণ করেন, যে আসলে কত টাকা চান। সবাই মিলে একটা মজুরি নির্ধারণ করেন।’ 

সাবেক নৌ-পরিবহন মন্ত্রী সাজাহান খান আরও বলেন, ‘শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন হতে পারে, তবে তা হতে হবে নিয়মতান্ত্রিক। শ্রমিক আন্দোলন নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। গার্মেন্টস যেমন টিকিয়ে রাখতে হবে, তেমনি শ্রমিকেরাও যাতে টিকে থাকতে পারে-সেই ব্যবস্থা করতে হবে।’ 
 
শ্রমিকদের রেশন চালু ও ট্রেড ইউনিয়ন করা প্রসঙ্গে শাজাহান খান বলেন, ‘গার্মেন্টসে রেশনিং চালু ও বেতন বাড়ানো দরকার। আমি পার্লামেন্টে বিষয়টি বলব এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব-যাতে শ্রমিকদের জন্য রেশনিং চালু করা যায়। মালিকপক্ষরা ট্রেড ইউনিয়ন করতে বাধা দেন। আগে তো করতেই দিতেন না, এখনো বাধা দেন, তবে আগের মতো অতটা বাধা দেন না।’ 
 
অনুষ্ঠানে বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস টেক্সটাইল ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল লিখিত বক্তব্যে ৭ দফা দাবি উত্থাপন করেন। এ সব দাবির মধ্যে রয়েছে—গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশন চালু করা, গার্মেন্টস শ্রমিকদের জন্য আলাদা হাসপাতাল নির্মাণ, জরুরি স্বাস্থ্য ও নিরাপত্তা তহবিল গঠন, স্বল্প ও দীর্ঘমেয়াদি কিস্তিতে স্থায়ী আবাসনের ব্যবস্থা করা, জীবন বিমা স্কিম নিশ্চিত করা, সর্বজনীন কল্যাণ তহবিল গঠন, সাংসদদের নিয়ে শ্রমিক ককাস গঠন।’ 

গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন—বিকেএমইয়ের নির্বাহী সভাপতি মো. হাতেম, বিকেএমইএর সদস্য ফজলে এলাহী শামীম, বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট মো. নাসির উদ্দীনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস