হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে কারখানার কোয়ার্টার থেকে শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার 

গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানার কোয়ার্টার থেকে সাব্বির হোসেন নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদের চালা গ্রামে অবস্থিত প্যারামাউন্ড কারখানার কোয়ার্টার থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত সাব্বির হোসেন (২৩) শরীয়তপুর জেলার পালং থানার নরবালাখানা গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার প্যারামাউন্ট কারখানায় শ্রমিকের কাজ করতেন। 

নিহতের ভাই জামান বলেন, ‘দীর্ঘ কয়েক বছর ধরে সে কারখানার কোয়ার্টারে থেকে চাকরি করত। গতকাল রাতে একই কারখানায় চাকরি করা আমার বোনজামাই আমাকে ফোন দিয়ে জানায় ভাই আত্মহত্যা করেছে। এরপর রাতেই দ্রুত কারখানার কোয়ার্টারে গিয়ে ভাইয়ের ঝুলন্ত মৃতদেহ দেখতে পাই। তবে কী কারণে সে আত্মহত্যা করছে বলতে পারছি না।’ 

প্যারামাউন্ট কারখানার ব্যবস্থাপক মাইনুদ্দিন বলেন, ‘সাব্বির কয়েক বছর ধরে কারখানায় সুনামের সঙ্গে চাকরি করছিল। তবে হঠাৎ করে কী কারণে সে আত্মহত্যা করল কিছুই বলতে পারছি না। সে খুবই বিনয়ী ও কর্মঠ ছিল।’ 

শ্রীপুর থানার ওসি আকবর আলী খান বলেন, খবর পেয়ে রাতেই কারখানার কোয়ার্টার থেকে নিহত শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস