হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে কারখানার কোয়ার্টার থেকে শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার 

গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানার কোয়ার্টার থেকে সাব্বির হোসেন নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদের চালা গ্রামে অবস্থিত প্যারামাউন্ড কারখানার কোয়ার্টার থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত সাব্বির হোসেন (২৩) শরীয়তপুর জেলার পালং থানার নরবালাখানা গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার প্যারামাউন্ট কারখানায় শ্রমিকের কাজ করতেন। 

নিহতের ভাই জামান বলেন, ‘দীর্ঘ কয়েক বছর ধরে সে কারখানার কোয়ার্টারে থেকে চাকরি করত। গতকাল রাতে একই কারখানায় চাকরি করা আমার বোনজামাই আমাকে ফোন দিয়ে জানায় ভাই আত্মহত্যা করেছে। এরপর রাতেই দ্রুত কারখানার কোয়ার্টারে গিয়ে ভাইয়ের ঝুলন্ত মৃতদেহ দেখতে পাই। তবে কী কারণে সে আত্মহত্যা করছে বলতে পারছি না।’ 

প্যারামাউন্ট কারখানার ব্যবস্থাপক মাইনুদ্দিন বলেন, ‘সাব্বির কয়েক বছর ধরে কারখানায় সুনামের সঙ্গে চাকরি করছিল। তবে হঠাৎ করে কী কারণে সে আত্মহত্যা করল কিছুই বলতে পারছি না। সে খুবই বিনয়ী ও কর্মঠ ছিল।’ 

শ্রীপুর থানার ওসি আকবর আলী খান বলেন, খবর পেয়ে রাতেই কারখানার কোয়ার্টার থেকে নিহত শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ

ভাষানটেকে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

স্বেচ্ছাসেবক দলের নেতার সঙ্গে গুলিবিদ্ধ মাসুদ ঢামেকে

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

রাজধানীর খিলক্ষেতে মাইক্রোবাসের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

নিখোঁজ এনসিপি সদস্য ওয়াসিমের সন্ধান মিলল মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে