হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে কারখানার কোয়ার্টার থেকে শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার 

গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানার কোয়ার্টার থেকে সাব্বির হোসেন নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদের চালা গ্রামে অবস্থিত প্যারামাউন্ড কারখানার কোয়ার্টার থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত সাব্বির হোসেন (২৩) শরীয়তপুর জেলার পালং থানার নরবালাখানা গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার প্যারামাউন্ট কারখানায় শ্রমিকের কাজ করতেন। 

নিহতের ভাই জামান বলেন, ‘দীর্ঘ কয়েক বছর ধরে সে কারখানার কোয়ার্টারে থেকে চাকরি করত। গতকাল রাতে একই কারখানায় চাকরি করা আমার বোনজামাই আমাকে ফোন দিয়ে জানায় ভাই আত্মহত্যা করেছে। এরপর রাতেই দ্রুত কারখানার কোয়ার্টারে গিয়ে ভাইয়ের ঝুলন্ত মৃতদেহ দেখতে পাই। তবে কী কারণে সে আত্মহত্যা করছে বলতে পারছি না।’ 

প্যারামাউন্ট কারখানার ব্যবস্থাপক মাইনুদ্দিন বলেন, ‘সাব্বির কয়েক বছর ধরে কারখানায় সুনামের সঙ্গে চাকরি করছিল। তবে হঠাৎ করে কী কারণে সে আত্মহত্যা করল কিছুই বলতে পারছি না। সে খুবই বিনয়ী ও কর্মঠ ছিল।’ 

শ্রীপুর থানার ওসি আকবর আলী খান বলেন, খবর পেয়ে রাতেই কারখানার কোয়ার্টার থেকে নিহত শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন