হোম > সারা দেশ > শরীয়তপুর

কলেজে ভর্তি হতে লাগবে ডোপটেস্ট

প্রতিনিধি

শরীয়তপুর: এখন থেকে কলেজে ভর্তি হতে হলে মাদকের ডোপটেস্ট করতে হবে শিক্ষার্থীদের। ভর্তির সময় প্রত্যেক শিক্ষার্থীর ডোপটেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে শরীয়তপুরের সব সরকারি ও বেসরকারি কলেজ।

কোনো শিক্ষার্থী মাদকাসক্ত কি না, তা চিহ্নিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষকেরা।

শরীয়তপুর সরকারি কলেজ সূত্র জানায়, সম্প্রতি আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পঞ্চম সভায় সিদ্ধান্ত নেওয়া হয় সারা দেশে কলেজে ভর্তির সময় শিক্ষার্থীদের মাদকের ডোপটেস্ট করা হবে। ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর চিঠি দিয়ে কলেজগুলোকে জানায় ভর্তির সময় প্রত্যেক শিক্ষার্থীর মাদকের ডোপটেস্ট করার কথা।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর চিঠি পাওয়ার পর ১০ জুন থেকে শরীয়তপুরের কলেজগুলো এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। ভর্তি হতে আসা সব শিক্ষার্থীকে স্বাস্থ্য বিভাগ থেকে ডোপটেস্টের রিপোর্ট সংগ্রহ করে ভর্তির অন্যান্য কাগজের সঙ্গে জমা দিতে হবে।

শরীয়তপুরের সিভিল সার্জন আব্দুল্লাহ আল মুরাদ বলেন, রক্ত ও ইউরিন পরীক্ষার ফলাফলের মাধ্যমে শরীরে মাদকের উপস্থিতি জানা যাবে। সরকারি বা সরকার স্বীকৃত যেকোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে ডোপটেস্ট করা যাবে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ কাজে সব ধরনের সহযোগিতা করা হবে।

শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশীদ বলেন, শিক্ষার্থীদের ডোপটেষ্টের সিদ্ধান্তটা মন্ত্রী পরিষদ বিভাগের। তা বাস্তবায়ন করার জন্য আমরা বিজ্ঞপ্তি জারি করেছি। ডোপ টেস্টে যারা মাদকাসক্ত চিহ্নিত হবে তাদের কাউন্সেলিং ও চিকিৎসার উদ্যোগ নেওয়া হবে। এ উদ্যোগের ফলে শিক্ষার্থীরা মাদক গ্রহণে সাহস পাবে না। শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে পারলে শিক্ষাঙ্গনের অনেক বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হবে।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার