হোম > সারা দেশ > ঢাকা

বিএনপি নেতা আমিনুল আরেক মামলায় ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক  ঢাকা

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে হাতিরঝিল থানার এক মামলায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহা দিবা ছন্দা এই রিমান্ড মঞ্জুর করেন।

আমিনুল হককে কারাগার থেকে আদালতে হাজির করে হাতিরঝিল থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৭দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই মো. আবুল বাশার। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা আদালত আমিনুলের জামিন নামঞ্জুর করে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ দিন রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে আমিনুল হকসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঢাকা মহানগরীর হাতিরঝিল থানাধীন মগবাজার রেলগেট এলাকায় বিএনপির নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশ বাধা দিলে আসামিরা লাঠি ও ইটের টুকরা ছুঁড়ে মারে। এর আঘাতে এএসআই নুরুল হক দুই পায়ে ও ডান হাতে জখম প্রাপ্ত হন। এছাড়াও এএসআই খোরশেদ আলম ও কনস্টেবল মো. রুবেল আহত হন।

গত ১ নভেম্বর মধ্যরাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২ নভেম্বর পিস্তল, শটগান ও রাইফেল ছিনতাই, ভাঙচুর ও হামলার ঘটনায় পল্টন থানার নাশকতার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে  ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়। ১০ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু