হোম > সারা দেশ > ঢাকা

বিএনপি নেতা আমিনুল আরেক মামলায় ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক  ঢাকা

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে হাতিরঝিল থানার এক মামলায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহা দিবা ছন্দা এই রিমান্ড মঞ্জুর করেন।

আমিনুল হককে কারাগার থেকে আদালতে হাজির করে হাতিরঝিল থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৭দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই মো. আবুল বাশার। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা আদালত আমিনুলের জামিন নামঞ্জুর করে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ দিন রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে আমিনুল হকসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঢাকা মহানগরীর হাতিরঝিল থানাধীন মগবাজার রেলগেট এলাকায় বিএনপির নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশ বাধা দিলে আসামিরা লাঠি ও ইটের টুকরা ছুঁড়ে মারে। এর আঘাতে এএসআই নুরুল হক দুই পায়ে ও ডান হাতে জখম প্রাপ্ত হন। এছাড়াও এএসআই খোরশেদ আলম ও কনস্টেবল মো. রুবেল আহত হন।

গত ১ নভেম্বর মধ্যরাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২ নভেম্বর পিস্তল, শটগান ও রাইফেল ছিনতাই, ভাঙচুর ও হামলার ঘটনায় পল্টন থানার নাশকতার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে  ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়। ১০ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট