হোম > সারা দেশ > ঢাকা

ই-অরেঞ্জের সিও ও যুবলীগ নেতা আমান গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

আমানুল্লাহ চৌধুরী। ছবি: সংগৃহীত

অনলাইন প্লাটফর্ম ই-কমার্স ভিত্তিত আলোচিত প্রতিষ্ঠান ‘ই-অরেঞ্জের’ সিও ও ঢাকা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমানুল্লাহ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার শুক্রবার (২৮ জুন) রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। এর আগে আজ (শুক্রবার) তাকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানা পুলিশ।

ওসি তাসলিমা আক্তার বলেন, গত ২২ জুন বিমানবন্দর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একটি মামলা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামী আমানুল্লা চৌধুরীকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

খোঁজখবর নিয়ে জানা যায়, আমান আল্লাহকে প্রতারণার মামলায় ২০২১ সালে ১৮ আগস্ট গুলশান থানা পুলিশ গ্রেপ্তার করেছিল। তখন ই-অরেঞ্জের মালিক গুলশান থানার তৎকালীন পরিদর্শক(তদন্ত) সোহেল রানা ভারতে পালিয়ে যায়। সোহেল রানার বোন সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত। সেই সময় এই সোনিয়া মেহজাবিন ও মাসুকুর রহমানের বিরুদ্ধে ই কমার্সের নামে ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ই-অরেঞ্জের ‘প্রতারণার শিকার’ মো. তাহেরুল ইসলাম নামের এক গ্রাহক বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে আদালত কারাগারে পাঠায়। আমাদের বিরুদ্ধে সারা দেশে বিভিন্ন অভিযোগে ৫৪টিরও বেশি মামলা রয়েছে।

সূত্র জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আমান উল্লাহ চৌধুরী ফ্যাসিবাদী আওয়ামীলীগের অর্থ দাতা। সেই সাথে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আইটি’তে অভিজ্ঞ হওয়া আমান সামাজিক যোগাযোগ মাধ্যমে ’শেখ হাসিনাতেও আস্থা’ নামক একটি প্রচার সেল খুলে ছিলেন। সেই পেইজে তিনি বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন প্রচার প্রচারণা চালাতেন।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ