হোম > সারা দেশ > ঢাকা

বুয়েটের সঙ্গে বিসিআইসি’র সমঝোতা স্মারক সই

ঢাবি প্রতিনিধি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)। আজ রোববার দুপুরে বুয়েটের কাউন্সিল ভবনে বুয়েটের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও বিসিআইসি-এর পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শাহ্ মো. ইমদাদুল হক সমঝোতা স্মারকে সই করেন। 

বুয়েটের সহকারী পরিচালক (তথ্য) মো. শফিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘এই চুক্তির মাধ্যমে বুয়েট ও বিসিআইসি যৌথভাবে সার, কাগজ, রাসায়নিক পদার্থ, সিমেন্ট, গ্যাস, সিরামিক, বিল্ডিং ম্যাটেরিয়ালস ইত্যাদি বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করবে এবং বিসিআইসিকে সকল প্রকার কারিগরি সহায়তা প্রদান করবে বুয়েট।’ 

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য ও বিসিআইসির চেয়ারম্যান তাঁদের বক্তব্যে বুয়েট এবং বিসিআইসি-কে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের কথা তুলে ধরে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে যোগাযোগ প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্বারোপ করেন। 

স্বাগত বক্তব্য ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (রাইজ) পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ আনিসুজ্জামান তালুকদার। 

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন এবং বিসিআইসি’র পরিচালনা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। 

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর