হোম > সারা দেশ > ঢাকা

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা আমানের স্ত্রী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১-এ আত্মসমর্পণ করার পর তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক আবুল কাশেম। 

সকালে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন সাবেরা আমান। একই সঙ্গে জামিন চান। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আদালত বলেন, যেহেতু আসামি তিন বছরের দণ্ডপ্রাপ্ত। তিন বছরের দণ্ডপ্রাপ্ত আসামির জামিন দেওয়ার এখতিয়ার বিচারিক আদালতের নেই। তাই জামিনের আবেদন নামঞ্জুর করা হলো। 

দুর্নীতির এক মামলায় আমানউল্লাহ আমানের ১৩ বছর ও সাবেরা আমানের তিন বছর কারাদণ্ড বহাল থাকার আদেশ হাইকোর্ট থেকে বিচারিক আদালতে পৌঁছায় গত ২৭ আগস্ট। হাইকোর্টের নির্দেশে বলা হয়েছিল, বিচারিক আদালতে আদেশ পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাঁদের আত্মসমর্পণ করতে হবে। সেই হিসেবে ১১ সেপ্টেম্বর আত্মসমর্পণের সর্বশেষ সময় রয়েছে। এর আগেই সাবেরা আত্মসমর্পণ করেন। আমানউল্লাহ আমানের আত্মসমর্পণের জন্য ১১ সেপ্টেম্বর পর্যন্ত সময় রয়েছে। 

গত ৩০ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আমানের ১৩ বছর ও তাঁর স্ত্রী সাবেরা আমানের ৩ বছরের কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। গত ৭ আগস্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। 

২০০৭ সালের ২১ জুন বিশেষ জজ আদালত এই রায় দিয়েছিলেন। ওই সাজার বিরুদ্ধে প্রত্যেকে আপিল করলে হাইকোর্ট দুজনকেই খালাস দেন। দুদক আপিল বিভাগে আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টকে পুনরায় শুনানির নির্দেশ দেন। হাইকোর্ট পুনরায় শুনানি গ্রহণ করে গত ৩০ মে বিচারিক আদালতের রায় বহাল রাখেন।

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক