হোম > সারা দেশ > ঢাকা

সাবেক এমপি ছানোয়ার হোসেনসহ ৩ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা 

টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেনসহ তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস অফিসার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া অন্য দুজন হলেন—ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মো. আবু মুসা আনসারী ও ভাটারা থানার ৪০ নম্বর ওয়ার্ড সহসভাপতি মো. সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে —গত ৫ আগস্ট সকালে ভাটারা থানার এলাকার জে ব্লকের ৯ নম্বর রোডের পাকা রাস্তার ওপর বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মিঠুন ফকির (২৮) হামলায় আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে গত ১৯ ডিসেম্বর ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার হওয়া মো. সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী ওই মামলায় এজাহারভুক্ত আসামি এবং এমপি মো. ছানোয়ার হোসেন ও মো. আবু মুসা আনসারী ওই মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি।

থানা-পুলিশ আরও জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার রাত সাড়ে ১১ ঘটিকা হতে রোববার রাত সাড়ে ৩টা পর্যন্ত ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ছানোয়ার হোসেন, আবু মুসা আনসারীকে এবং ছুলমাইদ এলাকা থেকে মো. সালাউদ্দিন সালেককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন