হোম > সারা দেশ > ঢাকা

বাড্ডায় ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর বাড্ডায় ভবনের ছাদে গাছে পানি দিতে গিয়ে নিচে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম তাসিন আহমেদ (১৭)।

আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে উত্তর বাড্ডার গোপীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া মামা আনোয়ার হোসেন জানান, তাসিনের বাবার নাম মো. বাবুল আহমেদ। তাদের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার চাষিরী গ্রামে। দুই ভাই ও বাবা-মা উত্তর বাড্ডার গোপীপাড়ার সাততলা বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকেন। অনলাইনে ডেলিভারিম্যানের কাজ করত তাসিন।

আনোয়ার হোসেন আরও জানান, ওই ভবনের ছাদে বেশ কয়েকটি গাছ রয়েছে। সেই গাছে নিয়মিত পানি দিত সে। সকালে পানি দেওয়ার জন্য ছাদে যায় তাসিন। এর কিছুক্ষণ পর শুনতে পারেন, তাসিন ছাদ থেকে নিচে পড়ে গেছে। রক্তাক্ত অবস্থায় বাড়ির নিচ থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত বলে জানান।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন