হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা অভিজাত এলাকা, ভোটারদের সাজুগুজু করে আসতে দেরি হচ্ছে: ইসি আহসান হাবীব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকার কারণ হিসেবে ভোটারদের সাজুগুজু করাকে মনে করছেন নির্বাচন কমিশনার আহসান হাবীব। তাঁর মতে, ঢাকা অভিজাত এলাকা হওয়ায় ভোটাররা ধীরে-সুস্থে সাজুগুজু করে কেন্দ্রে আসতে সময় লাগছে। আজ রোববার সকালের দিকে রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিজের ভোট দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। 

নির্বাচন কমিশনার আহসান হাবীব বলেন, ‘ঢাকা শহর একটি অভিজাত এলাকা। আজ একটু ছুটির আমেজ আছে। মানুষ ধীরেসুস্থে সেজেগুজে ভোট দিতে আসবে, একটু সময় নিয়ে ভোটকেন্দ্রে আসছে।’ তিনি আরও বলেন, ‘আপনারা একটু গ্রামগঞ্জ-মফস্বল এলাকায় খোঁজ নিয়ে দেখেন—কী পরিমাণ মানুষ ভোট দিতে আসছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে (ভোটকেন্দ্র) ভোটার বাড়বে।’

মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে এমন আশাবাদ ব্যক্ত করে এই নির্বাচন কমিশনার বলেন, ‘পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব নির্বাচন কমিশনের। ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের। অবশ্যই আমি বিশ্বাস করি, ভোটাররা ভোট দিতে আসবে এবং তাদের ভোটটা নির্বিঘ্নে প্রদান করবে।’ 

নির্বাচন ঘিরে গুজবের বিষয়ে আহসান হাবীব বলেন, ‘এটা তাদের (গুজব রটানো ব্যক্তিদের) হচ্ছে চৌর্যবৃত্তিসম্পন্ন আচরণ। একধরনের গুজব রটিয়ে বিভ্রান্ত করা। বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। বিকজ, আমাদের কাছে সবকিছু স্বচ্ছ। এসব বিষয়ে আমাদের যেসব সাইবার ইউনিট আছে যেমন—এনটিএমসি, পুলিশের সাইবার ইউনিট আছে। তারা এগুলো শনাক্ত করবে এবং ব্যবস্থা নেবে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট