হোম > সারা দেশ > ঢাকা

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ মারা গেছেন। তাঁর নাম আব্দুল হালিম রাঢ়ি (৬৮)। আজ বুধবার বিকেল ৪টার দিকে তেজগাঁও রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘাটে। গুরুতর অবস্থায় পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে মৃত ঘোষণা করেন। 

নিহত আব্দুল হালিমকে হাসপাতালে নিয়ে আসা তেজগাঁও রেলস্টেশনের কর্মচারী পরিচয় দেওয়া মো. শাহজাহান মিয়া জানান, বিকেলে তেজগাঁও রেলস্টেশনের দক্ষিণ পাশে জামালপুর কমিউটার ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। দেখতে পেয়ে স্টেশন মাস্টার আহত ব্যক্তিকে উদ্ধার করেন। পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত আব্দুল হালিমের ছেলে হাফিজুর রহমান জানান, তাঁদের বাড়ি বরিশাল জেলার গৌড়নদী উপজেলার বাহাদুরপুর গ্রামে। বর্তমানে তুরাগ কামারপাড়া এলাকায় থাকেন তাঁরা। সকালে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়েছিলেন তাঁর বাবা।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, নিহতের সঙ্গে থাকা মোবাইল থেকে স্বজনদের ফোন করে তাঁর নাম পরিচয় জানা গেছে। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা–পুলিশকে জানানো হয়েছে।

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রী

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট