হোম > সারা দেশ > ঢাকা

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ মারা গেছেন। তাঁর নাম আব্দুল হালিম রাঢ়ি (৬৮)। আজ বুধবার বিকেল ৪টার দিকে তেজগাঁও রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘাটে। গুরুতর অবস্থায় পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে মৃত ঘোষণা করেন। 

নিহত আব্দুল হালিমকে হাসপাতালে নিয়ে আসা তেজগাঁও রেলস্টেশনের কর্মচারী পরিচয় দেওয়া মো. শাহজাহান মিয়া জানান, বিকেলে তেজগাঁও রেলস্টেশনের দক্ষিণ পাশে জামালপুর কমিউটার ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। দেখতে পেয়ে স্টেশন মাস্টার আহত ব্যক্তিকে উদ্ধার করেন। পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত আব্দুল হালিমের ছেলে হাফিজুর রহমান জানান, তাঁদের বাড়ি বরিশাল জেলার গৌড়নদী উপজেলার বাহাদুরপুর গ্রামে। বর্তমানে তুরাগ কামারপাড়া এলাকায় থাকেন তাঁরা। সকালে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়েছিলেন তাঁর বাবা।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, নিহতের সঙ্গে থাকা মোবাইল থেকে স্বজনদের ফোন করে তাঁর নাম পরিচয় জানা গেছে। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা–পুলিশকে জানানো হয়েছে।

মাদারীপুর জেলা: ৯১ ইটভাটার সব কটিই অবৈধ

মাহদীর মুক্তির দাবিতে বৈছাআ নেতা-কর্মীদের শাহবাগ অবরোধ

হাদি হত্যা মামলার চার্জশিট না দেওয়া পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ করবে ইনকিলাব মঞ্চ

ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, থানায় লাশ রেখে ৪ লাখে রফাদফা

ভেনেজুয়েলা তেলশিল্পকে রাষ্ট্রীয়করণ করায় যুক্তরাষ্ট্রের হামলা: উদীচী

বুয়েটের নকশা করা ব্যাটারি রিকশা ঢাকার যে দুটি এলাকায় চলাচলের অনুমতি পেল

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা

হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!