হোম > সারা দেশ > ঢাকা

জাতীয় শোক দিবস উপলক্ষে ক্র্যাবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) উদ্যোগে সংগঠনের সদস্যদের সন্তানদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন দৈনিক সংবাদের কার্টুনিস্ট আব্দুল কুদ্দুস। এ সময় ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ কার্যনির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

আনন্দঘন পরিবেশে প্রতিযোগিতায় ক্র্যাবের ২০ সদস্যের সন্তানেরা অংশগ্রহণ করে। সন্তানদের মধ্যে অনেকে বঙ্গবন্ধুর ছবি, ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির রক্তাক্ত দৃশ্য তুলে ধরে। পাশাপাশি দেশের জীববৈচিত্র্যের ছবিগুলো সবাইকে মুগ্ধ করে।

 ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, শোকের মাসে জাতির জনককে স্মরণ করতে এই উদ্যোগ নেওয়া হয়। নতুন প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক, সামাজিক জীবনসহ নানা দিক তুলে ধরাই এই আয়োজনের লক্ষ্য। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানাতে হবে। জানাতে হবে দেশের জন্য জীবন দেওয়া অকুতোভয় মুক্তিযোদ্ধাদের ইতিহাস। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সন্তানদের মধ্যে স্বাধীনতা, দেশপ্রেম ও দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত করার প্রয়াস জাগানোই হবে আমাদের লক্ষ্য। তিনি এই আয়োজনে অংশ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে