হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সম্মেলনের আগেই উৎসবে মাতলেন আ.লীগ নেতা-কর্মীরা

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হবে ১১ ডিসেম্বর। সম্মেলনের আগেই মিছিল-শোভাযাত্রায় উৎসবমুখর হয়ে উঠছে শহর। আজ বুধবার হাজারো নেতা-কর্মী নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম সুলতানুল আজম খান আপেল। এতে প্রায় দুই ঘণ্টা শহরে যানবাহন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন অনেকে। আজ দুপুর ১২টার দিকে শহরের শিববাড়ি এলাকা থেকে একটি শোভাযাত্রা শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী সমাবেশ করে।

সমাবেশে আজম খান আপেল বলেন, ‘জেলা আওয়ামী লীগের বর্তমান নেতৃত্বের সভাপতি ও সাধারণ সম্পাদক অযোগ্য, দুর্নীতিবাজ ও ইউনিয়ন নির্বাচনের মনোনয়ন বাণিজ্যের সঙ্গে জড়িত। এই নেতৃত্ব টাকা খেয়ে অনেক অযোগ্য ব্যক্তিকে দলে জায়গা করে দিয়েছে। এই অযোগ্য নেতৃত্ব জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও মহিলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি করতে কোনো ধরনের সহায়ক ভূমিকা রাখতে পারেনি।’

সমাবেশে জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম-আহ্বায়ক মাহবুবুর রহমান জনি, সাবেক সাধারণ সম্পাদক তামজিদ উল্লা প্রধান লিল্টু, মাহবুবুর রহমান সুমন, দেওয়ান মতিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ইরাদ কোরাইশী ইমন, জেলা ওলামা মাশায়েক সভাপতি বশির রেজা, পৌর আওয়ামী লীগের ৯ ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ দলের সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু