হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সম্মেলনের আগেই উৎসবে মাতলেন আ.লীগ নেতা-কর্মীরা

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হবে ১১ ডিসেম্বর। সম্মেলনের আগেই মিছিল-শোভাযাত্রায় উৎসবমুখর হয়ে উঠছে শহর। আজ বুধবার হাজারো নেতা-কর্মী নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম সুলতানুল আজম খান আপেল। এতে প্রায় দুই ঘণ্টা শহরে যানবাহন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন অনেকে। আজ দুপুর ১২টার দিকে শহরের শিববাড়ি এলাকা থেকে একটি শোভাযাত্রা শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী সমাবেশ করে।

সমাবেশে আজম খান আপেল বলেন, ‘জেলা আওয়ামী লীগের বর্তমান নেতৃত্বের সভাপতি ও সাধারণ সম্পাদক অযোগ্য, দুর্নীতিবাজ ও ইউনিয়ন নির্বাচনের মনোনয়ন বাণিজ্যের সঙ্গে জড়িত। এই নেতৃত্ব টাকা খেয়ে অনেক অযোগ্য ব্যক্তিকে দলে জায়গা করে দিয়েছে। এই অযোগ্য নেতৃত্ব জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও মহিলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি করতে কোনো ধরনের সহায়ক ভূমিকা রাখতে পারেনি।’

সমাবেশে জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম-আহ্বায়ক মাহবুবুর রহমান জনি, সাবেক সাধারণ সম্পাদক তামজিদ উল্লা প্রধান লিল্টু, মাহবুবুর রহমান সুমন, দেওয়ান মতিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ইরাদ কোরাইশী ইমন, জেলা ওলামা মাশায়েক সভাপতি বশির রেজা, পৌর আওয়ামী লীগের ৯ ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ দলের সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির