হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর উত্তরায় বাসচাপায় বৃদ্ধা নিহত

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে বাসচাপায় অজ্ঞাতপরিচয় (৬০) এক বৃদ্ধা নিহত হয়েছেন। ঘটনার পরপরই বাসটি জব্দ এবং এর চালককে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে আব্দুল্লাহপুর মোড়ে একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। পরে থানা-পুলিশ ওই বৃদ্ধাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা একটার দিকে মৃত ঘোষণা করেন।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) সজিব হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, ওই নারী ভবঘুরে এবং ভিক্ষাবৃত্তি করতেন। সকালে আব্দুল্লাহপুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় ওয়ান স্টার পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই সজিব হাসান আরও বলেন, ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে এবং এর চালককেও আটক করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট