হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে পিকআপ ভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালিকাপুরে একটি পিক-আপ ভ্যানের চাপায় ইয়াছিন শিকদার (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৬টার দিকে মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বাহের চর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 
 
নিহত ইয়াছিন শিকদার সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর এলাকার স্বপন শিকদারের ছেলে। সে চর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। 
 
স্বজনরা জানায়, আজ সোমবার বিকেলে ইয়াছিন শিকদার তার খালা বাড়ি বাহের চরে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। ইয়াছিন আঙুলকাটা হাটের একটু সামনে যাওয়ার পর, বাহের চরের দিক থেকে একটি ছোট পিক আপ ভ্যান এসে তাঁকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইয়াছিনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিশুর মারা যাওয়ার কথা শুনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা