হোম > সারা দেশ > ঢাকা

বনশ্রী লেগুনা স্ট্যান্ডের টাকা তোলা নিয়ে হত্যা, গ্রেপ্তার ২

আজকের পত্রিকা ডেস্ক­

গ্রেপ্তার সোহেল (৩২) ও রাতুল ইসলাম (২১)। ছবি: সংগৃহীত

রাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—সোহেল (৩২) ও রাতুল ইসলাম (২১)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তালেবুর রহমান বলেন, গত মঙ্গলবার রাতে রামপুরার বনশ্রী লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে হাসান হাওলাদারের সঙ্গে কয়েকজনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে গ্রেপ্তার সোহেল ও রাতুলসহ আসামিরা ক্ষিপ্ত হয়ে চাপাতি ও ছুরি দিয়ে হাসানকে গুরুতর আঘাত করে। এ সময় হাসানকে বাঁচাতে এলে তার বন্ধু মো. নূরে আলমও হামলার শিকার হন। পরে পথচারীরা গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। নূরে আলমকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বলেন, মঙ্গলবার রাতেই রামপুরা এলাকা থেকে অভিযুক্ত সোহেল ও রাতুল ইসলামকে গ্রেপ্তার করে বাড্ডা থানা-পুলিশ। এরপর গতকাল বুধবার সকালে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২-৩ জনকে অভিযুক্ত করে বাড্ডা থানায় একটি মামলা রুজু হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি