নির্দেশের পরও রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকা থেকে ব্যবসা প্রতিষ্ঠান অপসারণ না করায় রাজউক চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই রুল জারি করেন।
আদালতের আদেশ না মানায় তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। আগামী চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।
মনজিল মোরসেদ বলেন, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা রিটের পরিপ্রেক্ষিতে এর আগে হাইকোর্ট ধানমন্ডির আবাসিক এলাকা থেকে ম্যপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলসহ ব্যবসায়ীক প্রতিষ্ঠান অপসারনের নির্দেশ দেন। আদেশ বাস্তবায়ন না করায় আদালত অবমাননার আবেদন করেছিলাম।